হোম > সারা দেশ > কুষ্টিয়া

খোকসায় স্বতন্ত্র প্রার্থীর কর্মীকে কুপিয়ে জখম

কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি

কুষ্টিয়ার খোকসা উপজেলা পরিষদ উপনির্বাচনের চেয়ারম্যান পদের এক স্বতন্ত্র প্রার্থীর কর্মীকে কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। গতকাল বৃহস্পতিবার রাত ৮টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় এ ঘটনা ঘটে।

আহত মো. আমজাদ শেখ (৪৫) বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। তিনি উপজেলার বি-মির্জাপুর গ্রামের বাসিন্দা ও স্বতন্ত্র প্রার্থী মো. মোতাহার হোসেন খোকনের কর্মী।

আহত ব্যক্তির স্বজন ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে আমজাদ শেখ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান প্রবেশপথ এলাকায় যান। এ সময় মোটরসাইকেলে হেলমেট পরা পাঁচ-ছয়জন এসে চাইনিজ কুড়াল দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাঁকে জখম করেন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান।

স্বতন্ত্র প্রার্থী মো. মোতাহার হোসেন খোকন বলেন, ‘আমজাদ নির্বাচনী প্রচার চালাচ্ছিলেন। নৌকা প্রতীকের সমার্থকেরা ধারালো অস্ত্র দিয়ে তাঁকে কুপিয়ে জখম করেন। হামলাকারীদের মাথায় হেলমেট পরা থাকলেও আমজাদ তাঁদের চিনতে পেরেছেন। এ ঘটনায় মামলা করা হবে।’

অভিযোগের বিষয়ে জানতে নৌকা প্রতীকের প্রার্থী বাবুল আখতারের মোবাইল ফোনে কল দেওয়া হলে তিনি ধরেননি।

খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আশিকুর রহমান বলেন, ‘বিষয়টি জেনেছি। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। তবে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’

গত ১৩ সেপ্টেম্বর খোকসা উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বেচ্ছায় পদত্যাগ করেন। এ পদে আগামী ২ নভেম্বর ইভিএমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

খুলনা-৩ আসনে তিন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল, বৈধ ৯টি

হাড়কাঁপানো শীতে কাঁপছে জীবননগর, এক দিনেই তাপমাত্রা কমল ৪ ডিগ্রি

খুলনায় দেশীয় অস্ত্র, গুলি ও মাদকসহ গ্রেপ্তার ৫

খুবির প্রথম বর্ষের চার ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

খুলনায় সকাল থেকেই মনোনয়ন জমা দেওয়া শুরু

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনায় দুর্বৃত্তদের হামলায় দুই যুবক গুরুতর আহত

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: সহযোগীসহ শুটার ঢাকাইয়া শামীম গ্রেপ্তার

মাগুরা-২: রাজনীতি থেকে অবসরের ঘোষণা সাবেক এমপি কাজী সালিমুল হকের

খুলনায় মা হত্যায় ছেলে গ্রেপ্তার