হোম > সারা দেশ > যশোর

তিনতলার ছাদ থেকে পড়ে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার মৃত্যু

যশোরের মনিরামপুরে তিনতলার ছাদ থেকে পড়ে অবসরপ্রাপ্ত এক পুলিশ কর্মকর্তার মৃত্যু হয়েছে। আজ শনিবার সকালে উপজেলার ঢাকুরিয়া ইউনিয়নের ভবানীপুর গ্রাম থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। 

নিহত পুলিশ কর্মকর্তার নাম হারাধন কুণ্ডু (৬৪)। তিনি ভবানীপুর গ্রামের তারাপদ কুণ্ডুর ছেলে। ২০১৬ সালে পুলিশের উপপরিদর্শক (এসআই) পদে চাকরি থেকে অবসরে যান তিনি। 

পুলিশ ও স্বজনদের সূত্রে জানা গেছে, হারাধন কুণ্ডুর প্রথম স্ত্রীর ঘরে দুই মেয়ে রয়েছে। প্রথম স্ত্রীর মৃত্যুর পর দ্বিতীয় বিয়ে করেছিলেন হারাধন। তিন মাস আগে তাঁর দ্বিতীয় স্ত্রী মারা গেছেন। এরপর থেকে বাড়িতে একা থাকতেন তিনি। 

হারাধন কুণ্ডুর বড় মেয়ে মাধুরী কুণ্ডু বলেন, কয়েক দিন আগে বাবার বাড়িতে বেড়াতে এসেছিলেন তিনি। তাঁর বাবা বাড়ির তিনতলা ছাদের একটি কক্ষে থাকতেন। এক বছর আগে তিনি ব্রেন স্ট্রোক করেছিলেন। প্রতিদিনের মতো আজ শনিবার ভোরে বাড়ির খোলা ছাদে হাঁটাহাঁটি করছিলেন তিনি। ধারণা করা হচ্ছে, অসাবধানতাবশত পা ফসকে ছাদ থেকে নিচে পড়ে যান। এতে মাথায় আঘাত লেগে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে তাঁর। 

মনিরামপুর থানার পরিদর্শক (তদন্ত) মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার মৃত্যুর প্রকৃত কারণ জানতে আমরা লাশ মর্গে পাঠাচ্ছি।’

সরকারি কর্মচারীরা কাজ ফেলে সমাবেশে, হয়রানির শিকার সেবাপ্রার্থীরা

খুলনায় কালোবাজারে পাচারের জন্য মজুত ৬৯৭ বস্তা সরকারি চাল জব্দ

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে খুলনা-৩ আসনে বিএনপির প্রার্থীকে শোকজ

খুলনার রূপসায় মাছ ব্যবসায়ীকে দুর্বৃত্তদের গুলি, এলাকায় আতঙ্ক

পায়ে পাড়া দিয়ে কেউ যদি আশা করে আমরা চুপ থাকব, তা হবে না— খুলনায় জামায়াত আমির

খুলনায় ১৫ ককটেলসদৃশ বস্তু উদ্ধার

খুলনায় আসামি ধরতে গিয়ে হামলার শিকার র‍্যাব

প্যারোলে মুক্তি মেলেনি ছাত্রলীগ নেতার, কারাফটকে দেখলেন মৃত স্ত্রী-সন্তানের মুখ

‘মা-বোনদের রাজাকারদের হাত তুলে দিয়ে এখন ধর্মের দোহাই দিয়ে ভোট চাইছে’

অনুমতি ছাড়া বাংলাদেশ ছাড়ল রামপাল বিদ্যুৎকেন্দ্রের ৯ ভারতীয় কর্মকর্তা