হোম > সারা দেশ > যশোর

তিনতলার ছাদ থেকে পড়ে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার মৃত্যু

যশোরের মনিরামপুরে তিনতলার ছাদ থেকে পড়ে অবসরপ্রাপ্ত এক পুলিশ কর্মকর্তার মৃত্যু হয়েছে। আজ শনিবার সকালে উপজেলার ঢাকুরিয়া ইউনিয়নের ভবানীপুর গ্রাম থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। 

নিহত পুলিশ কর্মকর্তার নাম হারাধন কুণ্ডু (৬৪)। তিনি ভবানীপুর গ্রামের তারাপদ কুণ্ডুর ছেলে। ২০১৬ সালে পুলিশের উপপরিদর্শক (এসআই) পদে চাকরি থেকে অবসরে যান তিনি। 

পুলিশ ও স্বজনদের সূত্রে জানা গেছে, হারাধন কুণ্ডুর প্রথম স্ত্রীর ঘরে দুই মেয়ে রয়েছে। প্রথম স্ত্রীর মৃত্যুর পর দ্বিতীয় বিয়ে করেছিলেন হারাধন। তিন মাস আগে তাঁর দ্বিতীয় স্ত্রী মারা গেছেন। এরপর থেকে বাড়িতে একা থাকতেন তিনি। 

হারাধন কুণ্ডুর বড় মেয়ে মাধুরী কুণ্ডু বলেন, কয়েক দিন আগে বাবার বাড়িতে বেড়াতে এসেছিলেন তিনি। তাঁর বাবা বাড়ির তিনতলা ছাদের একটি কক্ষে থাকতেন। এক বছর আগে তিনি ব্রেন স্ট্রোক করেছিলেন। প্রতিদিনের মতো আজ শনিবার ভোরে বাড়ির খোলা ছাদে হাঁটাহাঁটি করছিলেন তিনি। ধারণা করা হচ্ছে, অসাবধানতাবশত পা ফসকে ছাদ থেকে নিচে পড়ে যান। এতে মাথায় আঘাত লেগে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে তাঁর। 

মনিরামপুর থানার পরিদর্শক (তদন্ত) মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার মৃত্যুর প্রকৃত কারণ জানতে আমরা লাশ মর্গে পাঠাচ্ছি।’

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে নিহত বিকুলের ভাড়া বাসা থেকে অস্ত্র-গুলি উদ্ধার

যশোরে গুঁড়িয়ে দেওয়া হলো ৭৪টি অবৈধ কয়লার চুল্লি

খুলনা সিআইডির সদর দপ্তরে অগ্নিকাণ্ড

খুলনায় পুলিশের ধাওয়া খেয়ে ঠিকাদারের বাড়িতে গুলি ছুড়ল সন্ত্রাসীরা

দখল আতঙ্কে ৩২ পরিবার

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে খুবি শিক্ষককে শাস্তি

খুলনায় যুবককে গুলি করে হত্যা

জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ারকে সতর্ক করলেন রিটার্নিং কর্মকর্তা

ভৈরব নদে পাওয়া লাশটি ‘ঘাউড়া রাজীবের’

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার