হোম > সারা দেশ > সাতক্ষীরা

সাতক্ষীরায় গ্রাহকের ৫০ কোটি টাকার বেশি হাতিয়ে নেওয়া প্রাণনাথ আটক

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরায় গ্রাহকের ৫০ কোটি টাকার বেশি হাতিয়ে নেওয়া বেসরকারি সংস্থা (এনজিও) ‘প্রগতি’র পরিচালক প্রাণনাথ দাসকে আটক করেছে পুলিশ। আজ শনিবার সকালে শহরের পুরোনো সাতক্ষীরার মন্দির এলাকার নিজ বাড়ি থেকে তাঁকে আটক করা হয়।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহিদুল ইসলাম এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, অধিক লাভের প্রলোভন দেখিয়ে সাতক্ষীরার কয়েক শ লোকের কোটি কোটি টাকা আমানত হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছিল প্রাণনাথ দাসের বিরুদ্ধে। আজ শনিবার সকালে তাঁকে আটক করা হয়েছে। তাঁর প্রতারণার শিকার প্রশান্ত গাইন নামের একজন প্রাণনাথ দাসসহ চারজনের বিরুদ্ধে সদর থানায় মামলা করেছেন।’

এদিকে টাকা ফেরত পাওয়ার আশায় থানার সামনে ভিড় করতে দেখা গেছে বিক্ষুব্ধ আমানতকারীদের। শহরের কাটিয়া কর্মকারপাড়ার প্রশান্ত গাইন বলেন, ‘আমিসহ আমার ঘনিষ্ঠজনদের কাছ থেকে ৫ কোটি ৬৩ লাখ টাকা হাতিয়ে নেয় প্রাণনাথ দাস। দীর্ঘদিন ঘুরিয়ে একপর্যায়ে গা ঢাকা দেয় সে। আমরা সবাই থানায় এসেছি। দেখা যাক, একটা প্রতিকার হয় কিনা।’

প্রসঙ্গত, প্রাণনাথ দাস শহরের কামালনগর এলাকায় ‘প্রগতি’ নামের একটি সঞ্চয় ও ঋণদান কো-অপারেটিভ সোসাইটি গড়ে তোলেন। কয়েক শ গ্রাহকের কাছ থেকে অন্তত ৫০ কোটি টাকা আত্মসাৎ করেন তিনি। শহরের পুরোনো সাতক্ষীরা কেন্দ্রীয় মন্দিরের পাশে রয়েছে তাঁর আলিশান বাড়ি। গত বছরের শেষ দিকে গ্রাহকের চাপে ভারতে পালিয়ে যান তিনি। এরই মধ্যে পাসপোর্ট না থাকায় চলতি বছরের ১৯ মার্চ ভারতের উত্তর ২৪ পরগনা জেলার গোবরডাঙ্গা এলাকা থেকে তিনি পুলিশের হাতে গ্রেপ্তার হন। এরপর কয়েক মাস কারাভোগের পর গত ৬ জুন দমদম সেন্ট্রাল জেল থেকে ছাড়া পেয়ে বেনাপোল সীমান্ত দিয়ে তাঁকে বাংলাদেশে পুশব্যাক করা হয়।

এদিকে আটজনের কাছ থেকে ২৪ লাখের বেশি টাকা আত্মসাতের অভিযোগে আশাশুনি উপজেলার পাইথলি গ্রামের অসিত দাসের ছেলে নীলমণি দাস গত ২৩ জানুয়ারি সাতক্ষীরার আমলি আদালতে প্রাণনাথ দাস, তাঁর স্ত্রী ইতি রানী বিশ্বাসসহ ১০ জনের নামে মামলা করেন। পিবিআইয়ের তদন্ত শেষে প্রতিবেদন দেওয়ার পর অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম জিয়ারুল ইসলাম প্রাণনাথ দাস ও তাঁর স্ত্রী ইতি বিশ্বাসের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার নির্দেশ দেন।

আবাসিক হোটেল থেকে জাপা নেতার মরদেহ উদ্ধার

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত, প্রাণিচিকিৎসক আশঙ্কাজনক

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত

খুলনায় আদালত প্রাঙ্গণে জোড়া খুনের ঘটনায় যুবক গ্রেপ্তার

রাজনৈতিক দলগুলোর কাছে ১৩ দফা দাবি পরিবেশ ও উন্নয়ন ফোরামের

প্রার্থীর আবেদনের ভিত্তিতে নিরাপত্তা দেওয়া হবে: কেএমপি কমিশনার

আমির হামজার বক্তব্যের কঠোর সমালোচনা করে জাতীয় মুক্তি কাউন্সিলের বিবৃতি

খুলনায় আবাসিক হোটেল থেকে যুবকের লাশ উদ্ধার

সাত দফা দাবিতে মিরপুরে রেলপথ অবরোধ, দুই ঘণ্টা পর প্রত্যাহার

খুলনার পূর্ব রূপসায় যুবককে গুলি করে হত্যা