হোম > সারা দেশ > ঝিনাইদহ

ঝিনাইদহে বিদ্যুতায়িত হয়ে একই পরিবারের ৩ জনের মৃত্যু

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে বিদ্যুতের তারে ভেঙে পড়া গাছ সরাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মৃত বৃদ্ধকে উদ্ধারে ছেলের বউ ও ভাবির মৃত্যু হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে সদরের সুরাপারা গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। 

মৃত ব্যক্তিরা হলেন—ওই গ্রামের মোকছেদ মোল্লা ওরফে আংগারিয়া (৬০), তাঁর ছেলের বউ রেশমা খাতুন (৪৫) ও ভাইয়ের বউ হাসিনা বেগম (৬৫)। 

স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, গতকাল রোববার বিকেল ৫টার দিকে বৃষ্টি হচ্ছিল। এ সময় মোকছেদ মোল্লার বাড়িতে মেইন লাইন টানা বিদ্যুতের তারের ওপর পেঁপেগাছ ভেঙে পড়ে। ওই সময় বাড়ির পেছনে মোকছেদ মোল্লা তারের ওপর থেকে গাছ সরাতে যান। এরপর সারা রাত তাঁর পরিবার ও প্রতিবেশীরা খোঁজাখুঁজি করেও পাননি। আজ সকাল সাড়ে ১০টার দিকে বাড়ির পেছনে মোকছেদ মোল্লার মরদেহ দেখতে পান তাঁরা। তার থেকে মরদেহ সরাতে গেলে বিদ্যুতায়িত হন রেশমা খাতুন ও হাসিনা বেগম। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্য ও স্থানীয়রা আহত দুজনকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নেন। পরে চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।  

সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তাপস কুমার বলেন, বিদ্যুতায়িত হয়ে হাসপাতালে আসার আগেই রেশমা ও হাসিনা মারা যান।  

ঝিনাইদহ ফায়ার সার্ভিসের পরিদর্শক তানভীর হাসান বলেন, বিদ্যুৎ বিভাগকে বলে বিদ্যুৎ বন্ধ নিশ্চিত করে তাঁদের (দুই নারী) উদ্ধার করা হয়।

খুলনায় এনসিপি নেতা পরিচয়ে চাঁদাবাজি, ৩ জন কারাগারে

এনসিপি পরিচয়ে আ.লীগ নেতার খোঁজে গিয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৩

খুলনায় মুফতি আমির হামজার বিরুদ্ধে মামলা

খুলনার ৬ আসন: সর্বোচ্চ ব্যয় করবেন বিএনপির আলী আসগর লবী

দুর্যোগে বন্য প্রাণী রক্ষা করবে ‘টাইগার টিলা’

ঝিনাইদহে সেনাবাহিনীর টহলগাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষ, আহত ৪ সেনাসদস্য

খুলনায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

‘গুহা’ থেকে অপহৃত ম্যানেজার ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার

দ্বিতীয় জানাজা শেষে ডাবলুর দাফন, ‘হত্যার’ বিচারের দাবি পরিবার ও নেতাদের

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে নিহত বিকুলের ভাড়া বাসা থেকে অস্ত্র-গুলি উদ্ধার