হোম > সারা দেশ > মাগুরা

মাদক আছে সন্দেহে পিকআপ ভ্যানকে ধাওয়া, দুই র‍্যাব সদস্যসহ নিহত ৩

মাগুরা প্রতিনিধি

মাগুরার সাঁইত্রিশ রাওতড়া নামক স্থানে সড়ক দুর্ঘটনায় র‍্যাবের দুই সদস্যসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন র‍্যাবের আরেক সদস্য। আজ শুক্রবার ভোর ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। 

জানা গেছে, বৃহস্পতিবার মধ্যরাতে মাদক আছে সন্দেহে একটি পিকআপ ভ্যানকে থামতে বলে ঝিনাইদহ র‍্যাব-৬। কিন্তু গাড়িটি না থেমে দ্রুতগতিতে পালিয়ে যায়। তখন র‍্যাবের গাড়িটি ওই পিকআপকে ধাওয়া করে মাগুরার রাওতড়া নামক স্থানে এসে দুর্ঘটনায় পড়ে। এতে দুজন র‍্যাব সদস্যসহ নিহত হয়েছেন তিনজন। 

নিহত র‍্যাব সদস্যরা হলেন আনিসুর রহমান (৩৫) ও ফারুক হোসেন (৩৮) এবং পিকআপচালক। পিকআপচালকের পরিচয় পাওয়া যায়নি। আনিসুর রহমান ঘটনাস্থলেই নিহত হন আর ফারুক হোসেনকে আহত অবস্থায় মাগুরা সদর হাসপাতালে নেওয়া হলে সেখানে তিনি মারা যান। র‍্যাবের আহত আরেক সদস্য নাজমুল হোসেনকে ঢাকার সিএমএইচে পাঠানো হয়েছে।

মাগুরা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, র‍্যাবের সদস্যরা ঝিনাইদহে চেকপোস্ট চালাচ্ছিলেন। পরে সন্দেহ হলে তাঁরা একটি পিকআপ ভ্যানকে থামতে বলেন। ভ্যানটি না থামিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার সময় দুটি গাড়ির দুর্ঘটনা ঘটে। 

পরে হাইওয়ে পুলিশ ধাওয়া করা পিকআপ থেকে ৩৯১ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

মাগুরা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক এহসানুল হক মাসুম জানান, দুজন হাসপাতালে আনার পর মারা যান। তাঁদের শরীরের নানা জায়গায় থেঁতলে যাওয়ার চিহ্ন রয়েছে। অপরজনকে হাসপাতালে আনার আগেই মারা যান।

খুলনা-১ আসন: সম্পদে এগিয়ে কৃষ্ণ নন্দী, বার্ষিক আয়ে এজাজ খান

সুন্দরবনে রিসোর্ট মালিক ও দুই পর্যটককে অপহরণ, ৪০ লাখ টাকা মুক্তিপণ দাবি দস্যুদের

ডুমুরিয়ায় অ্যাম্বুলেন্সের ধাক্কায় দুই ভ্যান আরোহী নিহত

খুলনায় র‌্যাবের সোর্সকে গুলি

খুলনা-৩ আসনে তিন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল, বৈধ ৯টি

হাড়কাঁপানো শীতে কাঁপছে জীবননগর, এক দিনেই তাপমাত্রা কমল ৪ ডিগ্রি

খুলনায় দেশীয় অস্ত্র, গুলি ও মাদকসহ গ্রেপ্তার ৫

খুবির প্রথম বর্ষের চার ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

খুলনায় সকাল থেকেই মনোনয়ন জমা দেওয়া শুরু

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত