হোম > সারা দেশ > খুলনা

সেপটিক ট্যাংক থেকে নিখোঁজ কৃষকের লাশ উদ্ধার

ঝিনাইদহ প্রতিনিধি

সেপটিক ট্যাংক থেকে কৃষকের লাশ উদ্ধার করা হয়। ছবি: আজকের পত্রিকা

ঝিনাইদহ সদরের বাতপুকুরিয়া গ্রামে পরিত্যক্ত একটি সেপটিক ট্যাংক থেকে রফিকুল ইসলাম রুবেল (৩৫) নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার (১৮ জানুয়ারি) বেলা সাড়ে ৩টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

রফিকুল ইসলাম রুবেল ওই গ্রামের নুরুজ্জামানের ছেলে। গত ১১ জানুয়ারি থেকে নিখোঁজ ছিলেন রফিকুল।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ১১ জানুয়ারি রাত ১০টার দিকে স্থানীয় একটি চা–দোকান থেকে বাড়ি ফেরার জন্য বের হন রফিকুল। এর পর থেকে তাঁর কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। পরদিন ১২ জানুয়ারি তাঁর বড় ভাই আশিকুর রহমান ঝিনাইদহ সদর থানায় নিখোঁজ ডায়েরি (জিডি) করেন।

আজ শনিবার বিকেলে স্থানীয়রা পরিত্যক্ত সেপটিক ট্যাংক থেকে গন্ধ পেয়ে ওপরের স্ল্যাব সরিয়ে রফিকুলের মরদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এটি হত্যাকাণ্ড নাকি দুর্ঘটনা, তা নিশ্চিত হতে তদন্ত চলছে। স্থানীয়দের কাছ থেকে জানা গেছে, রফিকুল মাঝেমধ্যে নেশা করতেন। মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার অপেক্ষায় আছি।’

জামায়াতের কৃষ্ণের চ্যালেঞ্জ অনেক

প্রতিবেশীর বাড়ি থেকে শিশুর মরদেহ উদ্ধার: হত্যাকারীর ফাঁসির দাবিতে সড়ক অবরোধ

‘আদালতে হাজিরা দিতে এসে লাশ হয়ে ফিরলে কার কাছে বিচার চাইব’

খুলনায় জোড়া খুন: আসামিদের ভয়ে সন্ত্রস্ত পরিবার, পুলিশের মামলা অজ্ঞাতনামাদের বিরুদ্ধে

পূর্ব সুন্দরবনে অভয়ারণ্যের খালে মাছ ধরার অভিযোগে ১০ জেলে গ্রেপ্তার

গল্লামারী সেতুর নির্মাণকাজ দ্রুত সম্পন্নের দাবিতে ১ ঘণ্টা ‘অচল কর্মসূচি’

খুলনায় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

খুলনায় জোড়া হত্যা: বিলুপ্ত ‘ইহুদি’ বাহিনীর সদস্য আটক

ক্ষমতায় না গিয়েও অনেকে প্রশাসনিক ক্যুর চেষ্টা করছে: জামায়াত আমির

রাষ্ট্রদ্রোহ মামলায় খুলনা বারের সাবেক সভাপতি কারাগারে