হোম > সারা দেশ > খুলনা

চুয়াডাঙ্গায় রেললাইন থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন

চুয়াডাঙ্গা প্রতিনিধি

আলমডাঙ্গায় রেললাইন থেকে শিলা খাতুন (২৩) নামের এক গৃহবধূর রক্তাক্ত মরদেহ উদ্ধার করছে পুলিশ। আজ সোমবার বেলা ১০টার দিকে উপজেলার মুন্সিগঞ্জ রেলস্টেশনের অদূরে রেললাইনের ওপর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। 

নিহত শিলা খাতুন আলমডাঙ্গা উপজেলার রোয়াকুলি গ্রামের হামিদুল ইসলামের মেয়ে ও একই এলাকার রাসেল আলীর স্ত্রী। ঘটনাস্থল পরিদর্শন করেছেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনিসুজ্জামানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

চুয়াডাঙ্গা রেলওয়ে জিআরপি পুলিশের ইনচার্জ উপপরিদর্শক মাসুদ রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘চুয়াডাঙ্গার মুন্সিগঞ্জ রেললাইনের ওপর এক গৃহবধূর মরদেহ পড়ে ছিল। স্থানীয়রা খবর দিলে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

তিনি আরও বলেন, ‘নিহতের শরীরে ধারালো অস্ত্র দিয়ে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, কুপিয়ে হত্যার পর মরদেহ রেললাইনে ফেলে রাখা হয়েছে।’

নিহত শিলা খাতুনের বাবা হামিদুল ইসলাম বলেন, ‘আমার মেয়েকে জামাই মাঝে মাঝে নির্যাতন করত। গতকাল রোববার দুপুর থেকে পারিবারিক কলহ শুরু হয়। ভোরে জামাই ফোন দিয়ে জানায় মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না। জামাই কুপিয়ে হত্যার পর লাশ রেললাইনে লাশ রেখে দেয়। আত্মহত্যার নাটক সাজাতে এ ঘটনা ঘটিয়েছে সে। আমি তার শাস্তি চাই।’

খুলনায় যুবককে গুলি করে হত্যা

জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ারকে সতর্ক করলেন রিটার্নিং কর্মকর্তা

ভৈরব নদে পাওয়া লাশটি ‘ঘাউড়া রাজীবের’

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার

খুলনা নগরীতে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

ভয়ংকর চেহারায় আহত বাঘটির গর্জন, সুস্থ হতে ২ মাস লাগবে: বন বিভাগ

সুন্দরবনের পর্যটনবাহী নৌযানমালিকদের ধর্মঘট প্রত্যাহার

সুন্দরবনের কচিখালীতে হরিণসহ শিকারি আটক

খুলনা নিউমার্কেট এলাকায় অস্ত্রের মহড়া, ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক

সুন্দরবনের সেই বাঘ একটু হাঁটাচলা করেছে, খাবার না খেলেও পানি পান করেছে