হোম > সারা দেশ > খুলনা

গাংনীর দুই ইউপির ৩ ওয়ার্ডের উপনির্বাচনে বিজয়ী হলেন যাঁরা

গাংনী (মেহেরপুর) প্রতিনিধি

মেহেরপুরের গাংনী উপজেলার সাহারবাটী ইউনিয়ন পরিষদের (ইউপি) তিন ওয়ার্ডে উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। 

নির্বাচনে সাহারবাটী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য পদে মোরগ প্রতীক নিয়ে ৬২৫ ভাট পেয়ে নির্বাচিত হয়েছেন মহিবুল ইসলাম। প্রতিদ্বন্দ্বী মহাবুবুর রহমান ফুটবল প্রতীক নিয়ে পেয়েছেন ৬০৮ ভোট। 

এ ছাড়াও একই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে সদস্য পদে আবুল বাসার মোরগ প্রতীক নিয়ে ৪১৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী হাবিবুর রহমান কাবেল ফুটবল প্রতীক নিয়ে পেয়েছেন ৪১৬ ভোট। 

এ ছাড়াও এ নির্বাচনে শফিউল ইসলাম তালা প্রতীক নিয়ে পেয়েছেন ৩৫৪ ভাট, হাফিজুল ইসলাম টিউবওয়েল প্রতীক নিয়ে পেয়েছেন ৭ ভাট। 

অন্যদিকে ষোলটাকা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে মেম্বার পদে তোহিদুল ইসলাম তুহিন ক্রীকেট ব্যাট প্রতীক নিয়ে ৭২৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আবু সাইদ ফুটবল প্রতীক নিয়ে পেয়েছেন ৬৫৬ ভোট। এ ছাড়াও আশাদুল ইসলাম টিউবওয়েল প্রতীক নিয়ে পেয়েছেন ৪৯১ ভাট, রকিবুল ইসলাম তালা প্রতীক নিয়ে পেয়েছেন ১৮৩ ভাট ও মহিবুল ইসলাম মোরগ প্রতীক নিয়ে পেয়েছেন ১১৫ ভাট। 

উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা এবং গাংনী উপজেলা নির্বাচন কর্মকর্তা কামরুল হাসান আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। 

এদিকে নির্বাচন এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখার জন্য পুলিশ ও আনসার বাহিনী মোতায়েন করা হয়। 

সাহারাটী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মেম্বার রফিকুল ইসলাম গত বছরের আগস্টে ও একই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য সাবান আলী গত বছরের অক্টোবর মাসে এবং ষোলটাকা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য ইদ্রিস আলী চলতি বছরের জানুয়ারি মাসে মারা গেলে আসন তিনটি শূন্য হয়।

দখল আতঙ্কে ৩২ পরিবার

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে খুবি শিক্ষককে শাস্তি

খুলনায় যুবককে গুলি করে হত্যা

জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ারকে সতর্ক করলেন রিটার্নিং কর্মকর্তা

ভৈরব নদে পাওয়া লাশটি ‘ঘাউড়া রাজীবের’

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার

খুলনা নগরীতে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

ভয়ংকর চেহারায় আহত বাঘটির গর্জন, সুস্থ হতে ২ মাস লাগবে: বন বিভাগ

সুন্দরবনের পর্যটনবাহী নৌযানমালিকদের ধর্মঘট প্রত্যাহার

সুন্দরবনের কচিখালীতে হরিণসহ শিকারি আটক