বাগেরহাটের শরণখোলায় মুরগির খোপ থেকে উদ্ধার হওয়া অজগর সাপ সুন্দরবনে অবমুক্ত করেছে বন বিভাগ।
আজ বৃহস্পতিবার সকালে সোনতলা গ্রামের ভিলেজ টাইগার রেসপন্স টিম-ওয়াইল্ডের সদস্যরা অজগরটি উদ্ধার করেন।
সুন্দরবনসংলগ্ন জামাল হাওলাদার বলেন, বাড়ির মুরগির খোপে একটি বড় অজগর সাপ ঢুকে সাতটি মুরগি খেয়ে ফেলে। সকালে হাঁস-মুরগির অস্বাভাবিক ডাকাডাকি শুনে খোপের মুখ খুলে অজগর সাপটি দেখতে পান বাড়ির লোকজন।
পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা ও বনসংরক্ষক মো. মাহবুব হাসান বলেন, সাপ উদ্ধারের বিষয়টি জানতে পেরে সুন্দরবন রক্ষা বিষয়ক টাইগার রেসপন্স টিম-ওয়াইল্ডকে খবর দেয়। পরে সাপটি শরণখোলা রেঞ্জ অফিসে নিয়ে আসেন। আজ দুপুর ১২টায় দিকে ৬ ফুট লম্বা ৫ কেজি ওজনের অজগর সাপটি অফিসসংলগ্ন বনে ছেড়ে দেওয়া হয়।