হোম > সারা দেশ > যশোর

কোটা আন্দোলনে গ্রেপ্তার ২ শিক্ষার্থীকে কারাগারে এইচএসসি পরীক্ষা দেওয়ার অনুমতি 

নিজস্ব প্রতিনিধি, ঢাকা

কোটা সংস্কার আন্দোলনে সহিংসতায় পুলিশের মামলায় গ্রেপ্তার যশোর শিক্ষা বোর্ডের দুই শিক্ষার্থী কারাগারে বসে এইচএসসি পরীক্ষা দেওয়ার অনুমতি পেয়েছেন। তাঁরা বর্তমানে সাতক্ষীরা জেলা কারাগারে আছেন। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড যশোর, তাঁদের পরীক্ষা গ্রহণের অনুমতি দিয়েছে। 

ওই দুই শিক্ষার্থী হলেন মো. ফাহিম পারভেজ ও মো. জাহিদ হোসেন। 

গত ৩১ জুলাই মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড যশোরের পরীক্ষা নিয়ন্ত্রক বিশ্বাস শাহিন আহম্মদ স্বাক্ষরিত অনুমতিপত্রে বলা হয়, সাতক্ষীরা সরকারি কলেজের ব্যবস্থাপনায় দুই পরীক্ষার্থীর উত্তরপত্র, প্রশ্নপত্র, হাজিরাপত্র সরবরাহ এবং কারা অভ্যন্তরে পরীক্ষা গ্রহণের অনুরোধ করা হলো। 

একই অনুমতিপত্রে বলা হয়, কারাগারে পরীক্ষা গ্রহণসংক্রান্ত যাবতীয় ব্যয় পরীক্ষার্থীর অভিভাবককে বহন করতে হবে। 

কোটা সংস্কার আন্দোলন ঘিরে উদ্ভূত পরিস্থিতিতে ১১ আগস্ট থেকে নতুন সময়সূচিতে এইচএসসি-সমমানের পরীক্ষা নেওয়া হবে। এর আগপর্যন্ত সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। 

এ বিষয়ে গতকাল বৃহস্পতিবার আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির নির্দেশনায় বলা হয়, ৪ আগস্ট থেকে অনুষ্ঠেয় সব শিক্ষা বোর্ডের পরীক্ষাগুলো স্থগিত করা হলো। ১১ আগস্ট থেকে স্থগিত করা পরীক্ষাগুলো নতুন সময়সূচি অনুযায়ী হবে। 

নতুন সময়সূচিও প্রকাশ করা হয়েছে। গতকাল প্রকাশ করা এই সূচি অনুযায়ী ১১ আগস্ট থেকে ৮ সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত বিষয়গুলোর পরীক্ষা অনুষ্ঠিত হবে। তারপর হবে ব্যবহারিক পরীক্ষা। 

উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক সহিংস ঘটনায় আটককৃতের মধ্যে যদি কেউ চলমান এইচএসসি পরীক্ষার্থী থাকেন, তাঁরা পরীক্ষার প্রবেশপত্র ও প্রাসঙ্গিক কাগজপত্রসহ জামিনের আবেদন করলে তাঁদের জামিনে মুক্তিতে সরকার আইনি সহায়তা প্রদান করবে। 

সেই সঙ্গে আটক যেসব ছাত্রের বিরুদ্ধে গুরুতর অভিযোগ নেই, তাঁদের জামিনের ক্ষেত্রেও সরকার আইনি সহায়তা প্রদান করবে।

অস্ত্র তৈরির কারখানার সন্ধান: চার ঘণ্টা পর আগের বক্তব্য প্রত্যাহার করল পুলিশ

খুলনা ওয়াসা: প্রকল্প পরিচালক হলেন ষষ্ঠ গ্রেডের প্রকৌশলী

লেদ কারখানা থেকে উদ্ধার যন্ত্রাংশ দিয়ে ৩০ অস্ত্র তৈরি করা যেত: পুলিশ

খুলনায় ভাবিকে হত্যার অভিযোগে দেবর আটক

খুলনায় অস্ত্র তৈরির কারখানার সন্ধান, আটক ২

লিচুগাছে নারীর ঝুলন্ত লাশ, রয়েছে আঘাতের চিহ্ন

যৌথ অভিযানে অস্ত্র ও গুলিসহ গাংনীতে গ্রেপ্তার ১

মাথায় আঘাত ও বালিশচাপায় মাকে হত্যা, ৬ লাখ টাকা নিয়ে ছেলে উধাও

নারী পুলিশ কনস্টেবলের মোবাইল ছিনতাইচেষ্টা, যুবক আটক

জামায়াতে যোগ দেওয়ায় হিন্দুদের মনে শান্তি এসেছে: কৃষ্ণ নন্দী