হোম > সারা দেশ > খুলনা

মাগুরায় অনূর্ধ্ব-১৬ জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতার উদ্বোধন

মাগুরা প্রতিনিধি

মাগুরায় প্রাইম ব্যাংক অনূর্ধ্ব-১৬ জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। জেলার বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান স্টেডিয়ামে আজ বুধবার সকালে এই উদ্বোধন অনুষ্ঠান হয়। 

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল কাদের প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত থেকে এই ক্রিকেট প্রতিযোগিতার উদ্বোধন করেন। অনুষ্ঠানে ক্রিকেট উপ-কমিটি ও জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম-সম্পাদক রানা আমির ওসমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মাগুরা জেলা আওয়ামী লীগের সভাপতি আ ফ ম আব্দুল ফাত্তাহ, অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, প্রাইম ব্যাংক লিমিটেডের ভাইস প্রেসিডেন্ট মো. আব্দুর রাফি। 

বক্তব্য দেন ক্রীড়া সংগঠক কাজী সঞ্জয় জামান বিপু ও ক্রিকেট কোচ সাদ্দাম হোসেন গোর্কী প্রমুখ। 

সপ্তাহব্যাপী অনূর্ধ্ব-১৬ জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতায় শহরের ৪টি শিক্ষাপ্রতিষ্ঠান অংশ নিচ্ছে। প্রতিষ্ঠানগুলো হলো মাগুরা কালেক্টরেট কলেজিয়েট স্কুল, পুলিশ লাইনস মাধ্যমিক বিদ্যালয়, মাগুরা সরকারি বালক উচ্চ বিদ্যালয় ও সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ। 

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পৃষ্ঠপোষকতায় মাগুরা জেলা ক্রীড়া সংস্থা এই ক্রিকেট প্রতিযোগিতার আয়োজন করেছে। ২২ ফেব্রুয়ারি এই ক্রিকেট প্রতিযোগিতার সমাপনী হবে। উদ্বোধনী দিনে মাগুরা কালেক্টরেট কলেজিয়েট স্কুল পুলিশ লাইনস মাধ্যমিক বিদ্যালয়ের মুখোমুখি হয়েছে। এতে জয় পেয়েছে মাগুরা কালেক্টরেট কলেজিয়েট স্কুল। আগামীকাল বৃহস্পতিবার মাগুরা সরকারি বালক উচ্চ বিদ্যালয় মুখোমুখি হবে সরকারি টেকনিক্যাল স্কুলের।

যশোরে গুঁড়িয়ে দেওয়া হলো ৭৪টি অবৈধ কয়লার চুল্লি

খুলনা সিআইডির সদর দপ্তরে অগ্নিকাণ্ড

খুলনায় পুলিশের ধাওয়া খেয়ে ঠিকাদারের বাড়িতে গুলি ছুড়ল সন্ত্রাসীরা

দখল আতঙ্কে ৩২ পরিবার

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে খুবি শিক্ষককে শাস্তি

খুলনায় যুবককে গুলি করে হত্যা

জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ারকে সতর্ক করলেন রিটার্নিং কর্মকর্তা

ভৈরব নদে পাওয়া লাশটি ‘ঘাউড়া রাজীবের’

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার

খুলনা নগরীতে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত