হোম > সারা দেশ > মাগুরা

মহম্মদপুরে পুলিশ-বিএনপি নেতা-কর্মীদের সংঘর্ষে আহত ১৫, গাড়ি ভাঙচুর

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি

মাগুরার মহম্মদপুরে পুলিশের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের সংঘর্ষ হয়েছে। আজ শুক্রবার বিকেলে মহম্মদপুর বাজারে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এই সংঘর্ষ হয়।

সংঘর্ষে পুলিশসহ ১৫ জন বিএনপি নেতা-কর্মী আহত হয়েছেন। এ সময় ইটপাটকেলের আঘাতে পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিপেটাসহ টিয়ারশেল নিক্ষেপ করে বিএনপি নেতা-কর্মীদের ছত্রভঙ্গ করে দেয়। 

পরে সন্ধ্যায় আওয়ামী লীগের নেতা-কর্মীরা মিছিল বের করে বিএনপির একটি কার্যালয় ভাঙচুর করে বলে অভিযোগ করেন বিএনপি নেতারা।

মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, বিএনপির নেতা-কর্মীরা মিছিল নিয়ে আসার সময় পুলিশের ওপর হামলা চালায়। গাড়ি ও মোটরসাইকেল ভাঙচুর করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিপেটা করে নেতা-কর্মীকে ছত্রভঙ্গ করে দেয়। এ সময় দুজনকে আটক করা হয়েছে।

স্থানীয়রা জানান, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা কার্যালয়ের সামনে সমাবেশে নেতা-কর্মীরা মিছিলসহ আসতে শুরু করে। তখন পুলিশ বিএনপির কর্মীদের ধাওয়া দেয়। পরে পুলিশ ও বিএনপির নেতা-কর্মীদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। বিক্ষুব্ধ নেতা-কর্মীরা পুলিশের গাড়ি লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। এ সময় পুলিশ রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

এ ঘটনায় গুরুতর আহত উজ্জ্বল নামে এক বিএনপি কর্মীকে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক  আরিফুজ্জামান মিল্টনকে মাগুরা সদর হাসপাতালে নেওয়া হয়েছে। এ ছাড়া বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

উপজেলা বিএনপির আহ্বায়ক মৈমুর মৃধা পুলিশের ওপর হামলার অভিযোগ অস্বীকার করে বলেন, ‘শান্তিপূর্ণ মিছিলে পুলিশের রাবার বুলেট ও টিয়ারশেলের আঘাতে বিএনপির কমপক্ষে ১৫ জন নেতা-কর্মী আহত হয়েছেন। এ ঘটনার নিন্দা জানাই।’

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার

খুলনা নগরীতে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

ভয়ংকর চেহারায় আহত বাঘটির গর্জন, সুস্থ হতে ২ মাস লাগবে: বন বিভাগ

সুন্দরবনের পর্যটনবাহী নৌযানমালিকদের ধর্মঘট প্রত্যাহার

সুন্দরবনের কচিখালীতে হরিণসহ শিকারি আটক

খুলনা নিউমার্কেট এলাকায় অস্ত্রের মহড়া, ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক

সুন্দরবনের সেই বাঘ একটু হাঁটাচলা করেছে, খাবার না খেলেও পানি পান করেছে

সুন্দরবনে পর্যটকবাহী নৌযান ধর্মঘট, বিপাকে ঘুরতে আসা দর্শনার্থীরা

যশোরে ব্যবসায়ীকে গুলি করে হত্যা

সুন্দরবনে মাসুম বাহিনীর ৬ সদস্য আটক, উদ্ধার হওয়া পর্যটকেরা সুস্থ