হোম > সারা দেশ > কুষ্টিয়া

খোকসায় উপজেলা চেয়ারম্যান হলেন নৌকার প্রার্থী বাবুল

কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি

কুষ্টিয়ার খোকসা উপজেলা পরিষদের উপনির্বাচনে নৌকা প্রতীক নিয়ে ২৬ হাজার ৫৯৬ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মো. বাবুল আখতার। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. মোতাহার হোসেন খোকন ঘোড়া প্রতীক নিয়ে ১৯ হাজার ৯১৮ভোট পেয়েছেন। নির্বাচনে মোট ভোট পড়েছে ৪৩ দশমিক ২৩ শতাংশ।

আজ বুধবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে উপজেলার জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের একটি কক্ষে নির্বাচনী তথ্য, ফলাফল সংগ্রহ ও পরিবেশন অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে এ সব তথ্য জানান নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচনী কর্মকর্তা মো. ফজলুল করিম। 

এ সময় মো. ফজলুল করিম আরও বলেন, ‘আজ সকাল ৮টার দিকে ইভিএমে ভোট গ্রহণ শুরু হয়। বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলে বিকেল ৪টা পর্যন্ত। ভোট কেন্দ্রের নিরাপত্তায় জন্য ১২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ৫৯৬ জন পুলিশ সদস্য নিয়োজিত ছিলেন।

তাই শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। ভোটের নিরাপত্তায় জন্য ১২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ৫৯৬ জন পলিশের কর্মকর্তা ও সদস্যরা নিয়োজিত ছিলেন। তবে ভোটাদের উপস্থিতি কম হয়েছে।’ 

এদিকে স্থানীয় বাসিন্দারা বলছেন, ভোটের প্রচার ও ভোট গ্রহণের আগের রাত পর্যন্ত প্রার্থীদের সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, হামলা, ভাঙচুর, গোলাগুলির ঘটনা ঘটেছে। অনেকেই আহত হয়েছেন। সে জন্য ভোটের দিনে বড় ধরনের সহিংসতার ভয়ে অনেকেই ভোট দিতে যাননি। 

খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আশিকুর রহমান বলেন, ‘শান্তিপূর্ণভাবে ভোট অনুষ্ঠিত হয়েছে। ভোটের দিনে কোনো সহিংসতার ঘটনা ঘটেনি। তবে নানাবিধ কারণে ভোটারের উপস্থিতি কম ছিল।’

সরকারি কর্মচারীরা কাজ ফেলে সমাবেশে, হয়রানির শিকার সেবাপ্রার্থীরা

খুলনায় কালোবাজারে পাচারের জন্য মজুত ৬৯৭ বস্তা সরকারি চাল জব্দ

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে খুলনা-৩ আসনে বিএনপির প্রার্থীকে শোকজ

খুলনার রূপসায় মাছ ব্যবসায়ীকে দুর্বৃত্তদের গুলি, এলাকায় আতঙ্ক

পায়ে পাড়া দিয়ে কেউ যদি আশা করে আমরা চুপ থাকব, তা হবে না— খুলনায় জামায়াত আমির

খুলনায় ১৫ ককটেলসদৃশ বস্তু উদ্ধার

খুলনায় আসামি ধরতে গিয়ে হামলার শিকার র‍্যাব

প্যারোলে মুক্তি মেলেনি ছাত্রলীগ নেতার, কারাফটকে দেখলেন মৃত স্ত্রী-সন্তানের মুখ

‘মা-বোনদের রাজাকারদের হাত তুলে দিয়ে এখন ধর্মের দোহাই দিয়ে ভোট চাইছে’

অনুমতি ছাড়া বাংলাদেশ ছাড়ল রামপাল বিদ্যুৎকেন্দ্রের ৯ ভারতীয় কর্মকর্তা