হোম > সারা দেশ > বাগেরহাট

ঘূর্ণিঝড় রিমালের প্রভাব: ৪ ফুট পানিতে তলিয়েছে সুন্দরবন

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি 

ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে চার ফুট পানি বেড়ে সুন্দরবন তলিয়ে গেছে। এরই মধ্যে বৃষ্টিসহ দমকা বাতাস বইতে শুরু করেছে। তাতে পানির চাপ আরও বাড়তে পারে। তবে তাতে বন্যপ্রাণীর কোনো ক্ষতির আশঙ্কা নেই।

পূর্ব সুন্দরবন বিভাগের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্র ও পর্যটন কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আজাদ কবির আজ রোববার দুপুরে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ঘূর্ণিঝড় রিমালের কারণে সম্ভাব্য ক্ষতি এড়াতে পুরো সুন্দরবন বিভাগের কর্মকর্তা ও বনরক্ষীদের ছুটি বাতিল করা হয়েছে। বন বিভাগের ঝুঁকিপূর্ণ ক্যাম্পগুলোতে থাকা বনরক্ষীদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।

আজাদ কবির আরও বলেন, ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে সুন্দরবন উপকূলসহ মোংলায় আগেই ১০ নম্বর মহা বিপদ সংকেত জারি করেছে আবহাওয়া অধিদপ্তর।

এদিকে পৌর মেয়র শেখ আব্দুর রহমান বলেন, ঘূর্ণিঝড় রিমালের ঝুঁকি এড়াতে মোংলা নদীতে যাত্রীবাহী ট্রলার চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। তবে জরুরি কাজ ও রোগীদের কথা চিন্তা করে মোংলা নদীতে ফেরি চালু রাখা হয়েছে। পৌর শহরের আশ্রয় কেন্দ্রে লোকজনকে সরিয়ে নিতে ব্যাপক তৎপরতা চালানো হচ্ছে।

এ বিষয়ে জানতে চাইলে মোংলা আবহাওয়া অফিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হারুন অর রশিদ আজকের পত্রিকাকে বলেন, বিকেল ৫টায় রিমাল মোংলা সমুদ্রবন্দর থেকে ২০০ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল। এটি আজ রোববার সন্ধ্যা নাগাদ সুন্দরবন ও মোংলা উপকূল অতিক্রম করে পটুয়াখালীর খেপুপাড়ায় আছড়ে পড়তে পারে।

খুলনা নগরীতে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

ভয়ংকর চেহারায় আহত বাঘটির গর্জন, সুস্থ হতে ২ মাস লাগবে: বন বিভাগ

সুন্দরবনের পর্যটনবাহী নৌযানমালিকদের ধর্মঘট প্রত্যাহার

সুন্দরবনের কচিখালীতে হরিণসহ শিকারি আটক

খুলনা নিউমার্কেট এলাকায় অস্ত্রের মহড়া, ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক

সুন্দরবনের সেই বাঘ একটু হাঁটাচলা করেছে, খাবার না খেলেও পানি পান করেছে

সুন্দরবনে পর্যটকবাহী নৌযান ধর্মঘট, বিপাকে ঘুরতে আসা দর্শনার্থীরা

যশোরে ব্যবসায়ীকে গুলি করে হত্যা

সুন্দরবনে মাসুম বাহিনীর ৬ সদস্য আটক, উদ্ধার হওয়া পর্যটকেরা সুস্থ

সুন্দরবনে অপহৃত রিসোর্ট মালিকসহ দুই পর্যটককে উদ্ধার