হোম > সারা দেশ > বাগেরহাট

ঘূর্ণিঝড় রিমালের প্রভাব: ৪ ফুট পানিতে তলিয়েছে সুন্দরবন

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি 

ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে চার ফুট পানি বেড়ে সুন্দরবন তলিয়ে গেছে। এরই মধ্যে বৃষ্টিসহ দমকা বাতাস বইতে শুরু করেছে। তাতে পানির চাপ আরও বাড়তে পারে। তবে তাতে বন্যপ্রাণীর কোনো ক্ষতির আশঙ্কা নেই।

পূর্ব সুন্দরবন বিভাগের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্র ও পর্যটন কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আজাদ কবির আজ রোববার দুপুরে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ঘূর্ণিঝড় রিমালের কারণে সম্ভাব্য ক্ষতি এড়াতে পুরো সুন্দরবন বিভাগের কর্মকর্তা ও বনরক্ষীদের ছুটি বাতিল করা হয়েছে। বন বিভাগের ঝুঁকিপূর্ণ ক্যাম্পগুলোতে থাকা বনরক্ষীদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।

আজাদ কবির আরও বলেন, ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে সুন্দরবন উপকূলসহ মোংলায় আগেই ১০ নম্বর মহা বিপদ সংকেত জারি করেছে আবহাওয়া অধিদপ্তর।

এদিকে পৌর মেয়র শেখ আব্দুর রহমান বলেন, ঘূর্ণিঝড় রিমালের ঝুঁকি এড়াতে মোংলা নদীতে যাত্রীবাহী ট্রলার চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। তবে জরুরি কাজ ও রোগীদের কথা চিন্তা করে মোংলা নদীতে ফেরি চালু রাখা হয়েছে। পৌর শহরের আশ্রয় কেন্দ্রে লোকজনকে সরিয়ে নিতে ব্যাপক তৎপরতা চালানো হচ্ছে।

এ বিষয়ে জানতে চাইলে মোংলা আবহাওয়া অফিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হারুন অর রশিদ আজকের পত্রিকাকে বলেন, বিকেল ৫টায় রিমাল মোংলা সমুদ্রবন্দর থেকে ২০০ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল। এটি আজ রোববার সন্ধ্যা নাগাদ সুন্দরবন ও মোংলা উপকূল অতিক্রম করে পটুয়াখালীর খেপুপাড়ায় আছড়ে পড়তে পারে।

বাগেরহাটে জাপানপ্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

অস্ত্র তৈরির কারখানার সন্ধান: চার ঘণ্টা পর আগের বক্তব্য প্রত্যাহার করল পুলিশ

খুলনা ওয়াসা: প্রকল্প পরিচালক হলেন ষষ্ঠ গ্রেডের প্রকৌশলী

লেদ কারখানা থেকে উদ্ধার যন্ত্রাংশ দিয়ে ৩০ অস্ত্র তৈরি করা যেত: পুলিশ

খুলনায় ভাবিকে হত্যার অভিযোগে দেবর আটক

খুলনায় অস্ত্র তৈরির কারখানার সন্ধান, আটক ২

লিচুগাছে নারীর ঝুলন্ত লাশ, রয়েছে আঘাতের চিহ্ন

যৌথ অভিযানে অস্ত্র ও গুলিসহ গাংনীতে গ্রেপ্তার ১

মাথায় আঘাত ও বালিশচাপায় মাকে হত্যা, ৬ লাখ টাকা নিয়ে ছেলে উধাও

নারী পুলিশ কনস্টেবলের মোবাইল ছিনতাইচেষ্টা, যুবক আটক