হোম > সারা দেশ > সাতক্ষীরা

টানা বৃষ্টিতে আমন খেতে পানি, ক্ষতির শঙ্কায় কৃষকেরা

পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরার পাটকেলঘাটায় গত তিন দিনের বৃষ্টিতে বিভিন্ন বিলের নিচু এলাকার কয়েক শো বিঘা রোপা আমনের খেত পানিতে ডুবে গেছে। অপরিকল্পিত ঘের ও বেড়ি বাঁধের কারণে এবং নদীনালার নাব্যতা না থাকায় বৃষ্টির পানি বেরোতে না পেরে এই জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে বলে দাবি কৃষকদের। দ্রুত পানি সরাতে না পারলে আমন খেত নষ্ট হয়ে ক্ষতির আশঙ্কা তাঁদের।

উপজেলা কৃষি অফিসের সূত্রমতে, তালা উপজেলার ১৬ হাজার হেক্টর জমিতে আমন চাষের সম্ভাবনা রয়েছে। এলাকার অনেক কৃষক এখনো জমি প্রস্তুত করেও বৃষ্টির কারণে জমিতে চারা রোপণ করতে পারেনি।

গত তিন দিনের ভারী বর্ষায় পাটকেলঘাটার তৈলকুপি, শাকদহ, চোমরখালী, মিঠাবাড়ী, নগরঘাটা বিলের ৫০ হেক্টর শত শত বিঘা জমির আমন খেত তলিয়ে গেছে। দুই-তিন দিন বৃষ্টি না হলে কৃষকের তেমন ক্ষতি হবে না।

থানার আমতলাডাঙ্গা গ্রামের কৃষক আজিবার মোড়ল বলেন, পানি সরাতে না পারলে রোপা আমন নষ্ট হয়ে যাবে। কৃষক আজিবার মোড়ল আরও বলেন, ‘আমাদের ৭-৮ বিঘা আমন খেত পানিতে তলানো। পানি সরার ব্যবস্থা না থাকায় ধান নষ্ট হয়ে যাচ্ছে। যে অবস্থা তাতে ধান টিকবে বলে মনে হচ্ছে না।’

নগরঘাটা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বলেন, শুক্রবার রাতের বৃষ্টিতে ইউনিয়নের ছয়টি বিলের কয়েক শো বিঘা রোপা আমন তলিয়ে গেছে। সঙ্গে সবজির খেতও ক্ষতিগ্রস্ত হয়েছে।

তালা উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আফরোজা আক্তার বলেন, বৃষ্টিতে নিচু এলাকার আমন খেত পানিতে ডুবে গেছে। যদি আর বৃষ্টি না হয় তাহলে কৃষকের তেমন ক্ষতি হবে না।

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার

খুলনা নগরীতে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

ভয়ংকর চেহারায় আহত বাঘটির গর্জন, সুস্থ হতে ২ মাস লাগবে: বন বিভাগ

সুন্দরবনের পর্যটনবাহী নৌযানমালিকদের ধর্মঘট প্রত্যাহার

সুন্দরবনের কচিখালীতে হরিণসহ শিকারি আটক

খুলনা নিউমার্কেট এলাকায় অস্ত্রের মহড়া, ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক

সুন্দরবনের সেই বাঘ একটু হাঁটাচলা করেছে, খাবার না খেলেও পানি পান করেছে

সুন্দরবনে পর্যটকবাহী নৌযান ধর্মঘট, বিপাকে ঘুরতে আসা দর্শনার্থীরা

যশোরে ব্যবসায়ীকে গুলি করে হত্যা

সুন্দরবনে মাসুম বাহিনীর ৬ সদস্য আটক, উদ্ধার হওয়া পর্যটকেরা সুস্থ