হোম > সারা দেশ > চুয়াডাঙ্গা

প্রেমিকাকে ভিডিও কলে রেখে সৌদিপ্রবাসীর আত্মহত্যার অভিযোগ

প্রেমিকাকে ভিডিও কলে রেখে সৌদি আরব প্রবাসী রিপন আলী (২৬) নামের এক যুবক আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (২৯ ডিসেম্বর) রাত ৯টার দিকে এ তথ্য জানান তাঁর বাবা কাঁচামাল ব্যবসায়ী আসাদুল হক। 

শুক্রবার সকাল ১০টার দিকে সৌদি আরব থেকে ছেলের মৃত্যুর খবর পান তিনি। রিপন আলী জীবননগর উপজেলার উথলী ইউনিয়নের সেনেরহুদা গ্রামের বাসিন্দা। 

স্থানীয় সূত্রে জানা গেছে, রিপন আলী পরিবারে সচ্ছলতা ফেরাতে চার বছর আগে পাড়ি জমান সৌদি আরবে। এরপর থেকে ভালোই চলছিল তাঁর বাবা উথলী বাজারের কাঁচামাল ব্যবসায়ী আসাদুল হকের সংসার। রিপন শুক্রবার বাবাকে মোটরসাইকেল কেনার জন্য টাকা পাঠাতে চেয়েছিলেন। তবে সকাল ১০টায় রিপন আলীর প্রবাসী বন্ধুদের কাছে তাঁর মৃত্যুর খবর পান আসাদুল হক। 

রিপন আলীর বাবা আসাদুল হক বলেন, ‘রিপনের প্রবাসী বন্ধুদের মাধ্যমে জানতে পেরেছি, মোবাইল ফোনে কথা বলার সময় এক মেয়ের সঙ্গে ঝগড়া ও বাগ্‌বিতণ্ডা হয় রিপনের। একপর্যায়ে গলায় ফাঁস দিয়ে সে আত্মহত্যা করেছে।’ 

আসাদুল হক বলেন, ‘সৌদি আরবে তার সঙ্গে থাকা প্রবাসীরা জানিয়েছে, মহেশপুর উপজেলার জিন্নানগর গ্রামের একটি মেয়ের সঙ্গে নিয়মিত কথা বলত আমার ছেলে। তার সঙ্গে সম্পর্ক খারাপ থাকার কারণে কিছুদিন ধরে সে অস্বাভাবিক জীবনযাপন করছিল। শুক্রবার সৌদি আরবের রাজধানী রিয়াদ শহরের আল কাসিম ব্রদা এলাকায় কৃষি খামারে কাজ করছিল রিপন। হঠাৎ অসুস্থতার কথা বলে রুমে চলে যায়। বন্ধুরা কাজ শেষে রুমে গিয়ে রিপনের ঝুলন্ত লাশ দেখতে পায়। এ সময় লাশের পাশে থাকা মোবাইল ফোনে তারা একটি মেয়ের সঙ্গে ভিডিও কলে কথা বলার প্রমাণ পায়। এরপর পরই তারা আমাকে ফোনের মাধ্যমে রিপনের মৃত্যুর খবর দেয়।’ 

ছেলেও কিছুদিন আগে একটি মেয়ের সঙ্গে সম্পর্কের কথা জানিয়েছিলেন উল্লেখ করে আসাদুল হক আরও বলেন, ‘আমার ছেলের সঙ্গে পরিবারের সবার খুবই ভালো সম্পর্ক ছিল। আমার ছেলে চার বছর ধরে বিদেশে আছে। কখনো কোনো ঝামেলা হয়নি। আমার ছেলে কিছুদিন আগে মোবাইলে একটা মেয়ের সঙ্গে তার সম্পর্ক আছে বলে জানিয়েছিল। আমি তখন তাকে বলেছিলাম, যদি ওই মেয়ে রাজি থাকে তাহলে আমরা মোবাইলে বিয়ে পড়িয়ে রাখব। বউমাকে আমাদের সঙ্গে বাড়িতে রাখব।’ 

এখন ছেলের লাশ যত দ্রুত সম্ভব দেশে ফেরত আনার জন্য বিভিন্ন জনের কাছে ছোটাছুটি করছেন আসাদুল হক।

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে নিহত বিকুলের ভাড়া বাসা থেকে অস্ত্র-গুলি উদ্ধার

যশোরে গুঁড়িয়ে দেওয়া হলো ৭৪টি অবৈধ কয়লার চুল্লি

খুলনা সিআইডির সদর দপ্তরে অগ্নিকাণ্ড

খুলনায় পুলিশের ধাওয়া খেয়ে ঠিকাদারের বাড়িতে গুলি ছুড়ল সন্ত্রাসীরা

দখল আতঙ্কে ৩২ পরিবার

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে খুবি শিক্ষককে শাস্তি

খুলনায় যুবককে গুলি করে হত্যা

জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ারকে সতর্ক করলেন রিটার্নিং কর্মকর্তা

ভৈরব নদে পাওয়া লাশটি ‘ঘাউড়া রাজীবের’

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার