হোম > সারা দেশ > সাতক্ষীরা

শ্যামনগরে যমুনা খালে ইউপি সদস্যের তিনতলা ভবন গুঁড়িয়ে দিল পাউবো

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরার শ্যামনগরে যমুনা খালের ওপর গড়ে তোলা তিনতলা ভবন গুঁড়িয়ে দিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। প্রশাসনের সহযোগিতায় আজ শনিবার দুপুরের পর বুলডোজার ও এক্সকাভেটর ব্যবহার করে অবৈধভাবে নির্মিত ভবনটি ভাঙার কাজ শুরু হয়। 

যমুনা খালের ওপর নির্মিত যাবতীয় অবৈধ স্থাপনা অপসারণের জন্য প্রায় দুই দশক ধরে দাবি জানিয়ে আসছিল শ্যামনগরবাসী। 

আজ নকিপুর বাজারের প্রবেশদ্বারে শ্যামনগর বাসস্ট্যান্ডসংলগ্ন অংশে গড়ে তোলা নীলকমল নামের তিনতলা ভবন ভাঙার কাজ শুরু হলে হইচই পড়ে যায়। স্থানীয় ইউপি সদস্য মলয় কুমার গায়েন ঝন্টুর মালিকানাধীন ওই ভবনসহ ডা. আকবর হোসেন ও সিরাজুল ইসলামসহ প্রভাবশালীদের অবৈধ স্থাপনা অপসারণ নিয়ে গত কয়েক দিন ধরে গোটা এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছিল।

উচ্ছেদ অভিযানের শুরুতে গত বৃহস্পতিবার দখলদারদের একটি পক্ষ সংবাদকর্মীসহ যমুনা বাঁচাও কমিটির সদস্যদের ওপর হামলা করে। সে ঘটনায় সাতজনের বিরুদ্ধে শ্যামনগর থানায় মামলা হওয়ার পর থেকে মলয় কুমারসহ অন্যরা পলাতক। তাঁদের অনুপস্থিতিতে আজ আবারও যমুনার ওপর নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু হয়। 

পাউবো সূত্র জানায়, সম্প্রতি শ্যামনগর থেকে কালীগঞ্জ পর্যন্ত ১৯ কিলোমিটার দীর্ঘ যমুনা খাল পুনঃখনন কার্যক্রম শুরু হয়। প্রায় ১৭ কিলোমিটার খাল দখলমুক্তসহ পুনঃখনন সম্পন্ন হলেও শ্যামনগর সদরের প্রভাবশালীদের কারণে প্রায় দুই কিলোমিটার পুনঃখনন কাজ আটকে যায়। পৌনে চার কোটি টাকা ব্যয়ে যমুনা খাল পুনঃখনন কাজ তদারকির দায়িত্বে থাকা উপসহকারী প্রকৌশলী তন্ময় হালদারের বিরুদ্ধে প্রভাবশালীদের পক্ষাবলম্বনের অভিযোগ উঠলে তাঁকে বদলি করা হয়। 

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. সালাউদ্দীন বলেন, ‘যমুনার ওপর ছোট-বড় কোনো অবৈধ স্থাপনা রাখা হবে না। যাবতীয় অবৈধ স্থাপনা উচ্ছেদের পর অবশিষ্ট অংশ পুনঃখনন শুরু হবে।’

খুলনা নগরীতে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

ভয়ংকর চেহারায় আহত বাঘটির গর্জন, সুস্থ হতে ২ মাস লাগবে: বন বিভাগ

সুন্দরবনের পর্যটনবাহী নৌযানমালিকদের ধর্মঘট প্রত্যাহার

সুন্দরবনের কচিখালীতে হরিণসহ শিকারি আটক

খুলনা নিউমার্কেট এলাকায় অস্ত্রের মহড়া, ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক

সুন্দরবনের সেই বাঘ একটু হাঁটাচলা করেছে, খাবার না খেলেও পানি পান করেছে

সুন্দরবনে পর্যটকবাহী নৌযান ধর্মঘট, বিপাকে ঘুরতে আসা দর্শনার্থীরা

যশোরে ব্যবসায়ীকে গুলি করে হত্যা

সুন্দরবনে মাসুম বাহিনীর ৬ সদস্য আটক, উদ্ধার হওয়া পর্যটকেরা সুস্থ

সুন্দরবনে অপহৃত রিসোর্ট মালিকসহ দুই পর্যটককে উদ্ধার