হোম > সারা দেশ > খুলনা

খুলনায় সাবেক নারী কাউন্সিলর গ্রেপ্তার

খুলনা প্রতিনিধি

জেসমিন পারভীন জলি। ছবি: সংগৃহীত

মারামারি ও গোলাগুলির ঘটনায় খুলনা সিটি করপোরেশনের সাবেক এক নারী কাউন্সিলরকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ শনিবার (১ ফেব্রুয়ারি) বেলা সোয়া ১টার দিকে নগরীর মোল্লাপাড়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার জেসমিন পারভীন জলি খুলনা সিটি করপোরেশনের সংরক্ষিত ১০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর। এ ছাড়া তিনি ওয়ার্ড আওয়ামী লীগের কর্মী ছিলেন।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে মামলার তদন্ত কর্মকর্তা, গোয়েন্দা পুলিশের এসআই বিধান চন্দ্র রায় বলেন, ‘তিনি মারামারি ও গোলাগুলি মামলার সন্দেহভাজন আসামি। তাঁকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে।’

আদালত সূত্রে জানা যায়, শেখ রফিকুজ্জামানের ছেলে রাফসান জানী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় খুলনা আজম খান কমার্স কলেজের সমন্বয়ক ছিলেন। ২০২৪ সালের ২৭ জুলাই শিববাড়ি মোড়ের ‘দুর্জয়’ স্থাপনায় ‘স্টেপ ডাউন হাসিনা’ লেখা ব্যানার লাগিয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয় এবং স্বৈরাচারবিরোধী আন্দোলনের ঘোষণা দেওয়া হয়।

এই ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে ৩০ জুলাই আওয়ামী লীগ নেতারা জানীকে খুলনা সার্কিট হাউসে ডেকে নেন এবং আন্দোলন থেকে সরে আসতে হুমকি দেন। ওই দিন রাত সাড়ে ১২টার দিকে ছাত্ররা বাধ্য হয়ে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেয়।

৪ আগস্ট বিকেল ৪টার দিকে রাফসান জানীর নেতৃত্বে একটি মিছিল রূপসা ঘাট হয়ে আন্দোলনের কেন্দ্রস্থল শিববাড়ি মোড়ে যাওয়ার উদ্দেশে ফাতেমা স্কুলের সামনে পৌঁছালে অস্ত্রধারী মো. রফিক ওরফে কসাই রফিক, মো. সুমন ওরফে ভিপিসহ আরও ১৫-২০ জনের একদল সন্ত্রাসী হামলা চালায়। তাঁরা শটগান, বন্দুক, রামদা, হকিস্টিক, লোহার রডসহ দেশীয় অস্ত্র নিয়ে হামলা ও গুলি বর্ষণ করে।

গুলিবিদ্ধ হয়ে জানী আহত হলে সহকর্মীরা তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরে পরিবারের সদস্যরা পুলিশের ভয়ে তাঁকে গোপনে চিকিৎসা করান।

২৯ আগস্ট জানীর বাবা শেখ রফিকুজ্জামান খুলনা থানায় একটি মামলা করেন। মামলার তদন্তের অংশ হিসেবে সাবেক কাউন্সিলর জেসমিন পারভীন জলিকে গ্রেপ্তার করা হয়েছে।

সরকারি কর্মচারীরা কাজ ফেলে সমাবেশে, হয়রানির শিকার সেবাপ্রার্থীরা

খুলনায় কালোবাজারে পাচারের জন্য মজুত ৬৯৭ বস্তা সরকারি চাল জব্দ

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে খুলনা-৩ আসনে বিএনপির প্রার্থীকে শোকজ

খুলনার রূপসায় মাছ ব্যবসায়ীকে দুর্বৃত্তদের গুলি, এলাকায় আতঙ্ক

পায়ে পাড়া দিয়ে কেউ যদি আশা করে আমরা চুপ থাকব, তা হবে না— খুলনায় জামায়াত আমির

খুলনায় ১৫ ককটেলসদৃশ বস্তু উদ্ধার

খুলনায় আসামি ধরতে গিয়ে হামলার শিকার র‍্যাব

প্যারোলে মুক্তি মেলেনি ছাত্রলীগ নেতার, কারাফটকে দেখলেন মৃত স্ত্রী-সন্তানের মুখ

‘মা-বোনদের রাজাকারদের হাত তুলে দিয়ে এখন ধর্মের দোহাই দিয়ে ভোট চাইছে’

অনুমতি ছাড়া বাংলাদেশ ছাড়ল রামপাল বিদ্যুৎকেন্দ্রের ৯ ভারতীয় কর্মকর্তা