হোম > সারা দেশ > মাগুরা

মাগুরায় শিশু ধর্ষণ: তিন আসামিকে ঢাকায় পাঠিয়ে ডিএনএ নমুনা সংগ্রহ

মাগুরা প্রতিনিধি 

শিশু ধর্ষণ মামলার তিন আসামিকে ডিএনএ নমুনা সংগ্রহের জন্য আজ মঙ্গলবার সকালে মাগুরা জেলা কারাগার থেকে ঢাকায় সিআইডির ল্যাবে নেয় পুলিশ। ছবি: আজকের পত্রিকা

মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে যাওয়া আট বছরের শিশুকে ধর্ষণের মামলার তদন্তের স্বার্থে তিন আসামির ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে তাঁদের মাগুরা কারাগার থেকে ঢাকায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ডিএনএ প্রোফাইলিং ল্যাবে পাঠিয়ে নমুনা নেওয়া হয়। বিকেলে আসামিদের পুনরায় মাগুরায় নিয়ে আসে পুলিশ।

গ্রেপ্তার চার আসামির মধ্যে একজন নারী ছাড়া পুরুষ আসামিদের এই ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়। একই সঙ্গে হাসপাতালে ভর্তি শিশুটির ডিএনএ নমুনাও সিআইডির ল্যাবে পাঠানো হয়েছে।

আজ সন্ধ্যায় মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মো. মিরাজুল ইসলাম আজকের পত্রিকাকে এসব তথ্য জানিয়েছেন।

মিরাজুল ইসলাম বলেন, ‘গত বৃহস্পতিবার ধর্ষণের শিকার শিশুটিকে প্রথমে যখন মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়, তখনই তার ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছিল। আজ (মঙ্গলবার) তার ডিএনএ নমুনা সিআইডির ল্যাবে পাঠানো হয়।’

পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, ‘আসামিদের মধ্যে একজন নারী রয়েছেন। তাই তাঁকে বাদ দিয়ে অপর তিন পুরুষ আসামির ডিএনএ নমুনা সংগ্রহের জন্য ঢাকা সিআইডি ডিএনএ ল্যাবে পাঠানো হয়েছিল। তাঁদের নমুনা সংগ্রহ করে জমা দেওয়া হয়েছে। আসামিদের ঢাকা থেকে বিকেলে পুনরায় মাগুরা জেলা কারাগারে নিয়ে আসা হয়।’

এর আগে বৃহস্পতিবার মাগুরা পৌর এলাকায় বড় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে তৃতীয় শ্রেণির ওই শিশু ধর্ষণের শিকার হয় বলে অভিযোগ করা হয়। শিশুটিকে অচেতন অবস্থায় প্রথমে মাগুরা সদর হাসপাতালে, পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে শিশুটি ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি রয়েছে।

ধর্ষণের ওই ঘটনায় গত শনিবার মাগুরা সদর থানায় শিশুটির মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণ ও আহত করার অভিযোগে মামলা করেন। ওই মামলায় শিশুটির ভগ্নিপতি, বোনের শ্বশুর, শাশুড়ি ও ভাশুরকে আসামি করা হয়। আসামিরা মামলার আগে পুলিশি হেফাজতে ছিলেন। মামলার পর তাঁদের গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।

এদিকে গত রোববার নিরাপত্তার কারণে গভীর রাতে মাগুরার আদালতে হাজির করে শিশুটির বোনের শ্বশুরকে সাত দিন; স্বামী, শাশুড়ি ও ভাশুরকে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।

মাগুরার এই শিশুসহ সারা দেশে নারীদের ধর্ষণ ও যৌন নির্যাতনের প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে তিন দিন ধরে বিক্ষোভ চলছে।

জামায়াতের কৃষ্ণের চ্যালেঞ্জ অনেক

প্রতিবেশীর বাড়ি থেকে শিশুর মরদেহ উদ্ধার: হত্যাকারীর ফাঁসির দাবিতে সড়ক অবরোধ

‘আদালতে হাজিরা দিতে এসে লাশ হয়ে ফিরলে কার কাছে বিচার চাইব’

খুলনায় জোড়া খুন: আসামিদের ভয়ে সন্ত্রস্ত পরিবার, পুলিশের মামলা অজ্ঞাতনামাদের বিরুদ্ধে

পূর্ব সুন্দরবনে অভয়ারণ্যের খালে মাছ ধরার অভিযোগে ১০ জেলে গ্রেপ্তার

গল্লামারী সেতুর নির্মাণকাজ দ্রুত সম্পন্নের দাবিতে ১ ঘণ্টা ‘অচল কর্মসূচি’

খুলনায় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

খুলনায় জোড়া হত্যা: বিলুপ্ত ‘ইহুদি’ বাহিনীর সদস্য আটক

ক্ষমতায় না গিয়েও অনেকে প্রশাসনিক ক্যুর চেষ্টা করছে: জামায়াত আমির

রাষ্ট্রদ্রোহ মামলায় খুলনা বারের সাবেক সভাপতি কারাগারে