হোম > সারা দেশ > ঝিনাইদহ

ঝিনাইদহে বিএনপি নেতার সমাবেশের পাশে ককটেল বিস্ফোরণ

ঝিনাইদহ প্রতিনিধি

ঈদ-পরবর্তী শুভেচ্ছা বিনিময়ের জন্য সমাবেশের আয়োজন করে বিএনপি। ছবি: আজকের পত্রিকা

ঝিনাইদহে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির খুলনা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কণ্ডুর সমাবেশের পাশে ককটেল বিস্ফোরণ ঘটেছে। আজ শুক্রবার বিকেলে শৈলকুপা উপজেলার রামচন্দ্রপুর বাজারে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঈদ-পরবর্তী শুভেচ্ছা বিনিময়ের জন্য রামচন্দ্রপুর বাজারে সমাবেশের আয়োজন করে উপজেলা বিএনপির একাংশ। জয়ন্ত বিকেলে নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে সমাবেশস্থলে হাজির হলে এক পাশে তিনটি ককটেল বিস্ফোরণ ঘটনায় দুর্বৃত্তরা। এর জেরে সংক্ষিপ্ত আকারে অনুষ্ঠান করা হয়।

ঘটনার তীব্র নিন্দা জানিয়ে জয়ন্ত বলেন, ‘ঈদের শুভেচ্ছা বিনিময় করতে এসে এমন অপ্রীতিকর পরিস্থিতির সম্মুখীন হতে হবে, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমি চাই দ্রুত সময়ের মধ্যে এ হামলার সঙ্গে যারা জড়িত, তাদের আইনের আওতায় আনা হোক।’

এদিকে ঘটনার প্রতিবাদে উপজেলার শেখপাড়া বাজারে বিক্ষোভ করেছেন জয়ন্তের সমর্থকেরা। বিক্ষোভকারীরা দ্রুত সময়ের মধ্যে হামলার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান।

এ ব্যাপারে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান বলেন, রামচন্দ্রপুর বাজারে একটু উত্তেজনা হয়েছিল। পুলিশ দ্রুত সময়ের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। এখন এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ওসি উল্লেখ করেন, কেউ পটকা বা বাজি ফাটিয়েছে।

খুলনা নগরীতে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

ভয়ংকর চেহারায় আহত বাঘটির গর্জন, সুস্থ হতে ২ মাস লাগবে: বন বিভাগ

সুন্দরবনের পর্যটনবাহী নৌযানমালিকদের ধর্মঘট প্রত্যাহার

সুন্দরবনের কচিখালীতে হরিণসহ শিকারি আটক

খুলনা নিউমার্কেট এলাকায় অস্ত্রের মহড়া, ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক

সুন্দরবনের সেই বাঘ একটু হাঁটাচলা করেছে, খাবার না খেলেও পানি পান করেছে

সুন্দরবনে পর্যটকবাহী নৌযান ধর্মঘট, বিপাকে ঘুরতে আসা দর্শনার্থীরা

যশোরে ব্যবসায়ীকে গুলি করে হত্যা

সুন্দরবনে মাসুম বাহিনীর ৬ সদস্য আটক, উদ্ধার হওয়া পর্যটকেরা সুস্থ

সুন্দরবনে অপহৃত রিসোর্ট মালিকসহ দুই পর্যটককে উদ্ধার