হোম > সারা দেশ > নড়াইল

নড়াইল-১ আসনে নৌকার প্রার্থী মুক্তির বিরুদ্ধে লড়বেন তাঁর স্ত্রী 

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-১ (কালিয়া-নড়াইল সদর একাংশ) আসন থেকে জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী হয়েছেন স্বামী-স্ত্রী। স্বামী বি এম কবিরুল হক মুক্তি এই আসনের বর্তমান সংসদ সদস্য। তিনি আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও তিনবারের নির্বাচিত সংসদ সদস্য। তাঁর প্রতিদ্বন্দ্বিতা করছেন স্ত্রী স্বতন্ত্র প্রার্থী চন্দনা হক। 

গত রোববার জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মাদ আশফাকুল হক চৌধুরী দুজনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন। 

এ বিষয়ে নড়াইল-১ আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বি এম কবিরুল হক মুক্তি মোবাইল ফোনে আজকের পত্রিকাকে বলেন, ‘নির্বাচনে ক্ষমতার উৎস জনগণ। আমার এলাকার জনগণ আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করলে মানুষের কল্যাণে কাজ করব।’ 

এদিকে মুক্তির স্ত্রী স্বতন্ত্র প্রার্থী চন্দনা হক বলেন, তিনি নির্বাচিত হলে এলাকার জনগণ নিয়ে নারীর ক্ষমতায়ন নিশ্চিত করাসহ এলাকার উন্নয়নে কাজ করবেন। ভোটে তাঁদের দুজনের মধ্যে যেই জিতুক না কেন, দুজনই এক হয়ে কাজ করবেন বলে জানান। 

নড়াইল-১ আসনে এই দম্পতি ছাড়া মো. নজরুল ইসলাম (ওয়ার্কার্স পার্টি) ও শামীম আরা পারভীন (জেপি), মো. মিল্টন মোল্যা (জাপা), শ্যামল চৌধুরী (তৃণমূল বিএনপি) চারজনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

আবাসিক হোটেল থেকে জাপা নেতার মরদেহ উদ্ধার

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত, প্রাণিচিকিৎসক আশঙ্কাজনক

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত

খুলনায় আদালত প্রাঙ্গণে জোড়া খুনের ঘটনায় যুবক গ্রেপ্তার

রাজনৈতিক দলগুলোর কাছে ১৩ দফা দাবি পরিবেশ ও উন্নয়ন ফোরামের

প্রার্থীর আবেদনের ভিত্তিতে নিরাপত্তা দেওয়া হবে: কেএমপি কমিশনার

আমির হামজার বক্তব্যের কঠোর সমালোচনা করে জাতীয় মুক্তি কাউন্সিলের বিবৃতি

খুলনায় আবাসিক হোটেল থেকে যুবকের লাশ উদ্ধার

সাত দফা দাবিতে মিরপুরে রেলপথ অবরোধ, দুই ঘণ্টা পর প্রত্যাহার

খুলনার পূর্ব রূপসায় যুবককে গুলি করে হত্যা