হোম > সারা দেশ > নড়াইল

নড়াইল-১ আসনে নৌকার প্রার্থী মুক্তির বিরুদ্ধে লড়বেন তাঁর স্ত্রী 

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-১ (কালিয়া-নড়াইল সদর একাংশ) আসন থেকে জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী হয়েছেন স্বামী-স্ত্রী। স্বামী বি এম কবিরুল হক মুক্তি এই আসনের বর্তমান সংসদ সদস্য। তিনি আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও তিনবারের নির্বাচিত সংসদ সদস্য। তাঁর প্রতিদ্বন্দ্বিতা করছেন স্ত্রী স্বতন্ত্র প্রার্থী চন্দনা হক। 

গত রোববার জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মাদ আশফাকুল হক চৌধুরী দুজনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন। 

এ বিষয়ে নড়াইল-১ আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বি এম কবিরুল হক মুক্তি মোবাইল ফোনে আজকের পত্রিকাকে বলেন, ‘নির্বাচনে ক্ষমতার উৎস জনগণ। আমার এলাকার জনগণ আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করলে মানুষের কল্যাণে কাজ করব।’ 

এদিকে মুক্তির স্ত্রী স্বতন্ত্র প্রার্থী চন্দনা হক বলেন, তিনি নির্বাচিত হলে এলাকার জনগণ নিয়ে নারীর ক্ষমতায়ন নিশ্চিত করাসহ এলাকার উন্নয়নে কাজ করবেন। ভোটে তাঁদের দুজনের মধ্যে যেই জিতুক না কেন, দুজনই এক হয়ে কাজ করবেন বলে জানান। 

নড়াইল-১ আসনে এই দম্পতি ছাড়া মো. নজরুল ইসলাম (ওয়ার্কার্স পার্টি) ও শামীম আরা পারভীন (জেপি), মো. মিল্টন মোল্যা (জাপা), শ্যামল চৌধুরী (তৃণমূল বিএনপি) চারজনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

সরকারি কর্মচারীরা কাজ ফেলে সমাবেশে, হয়রানির শিকার সেবাপ্রার্থীরা

খুলনায় কালোবাজারে পাচারের জন্য মজুত ৬৯৭ বস্তা সরকারি চাল জব্দ

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে খুলনা-৩ আসনে বিএনপির প্রার্থীকে শোকজ

খুলনার রূপসায় মাছ ব্যবসায়ীকে দুর্বৃত্তদের গুলি, এলাকায় আতঙ্ক

পায়ে পাড়া দিয়ে কেউ যদি আশা করে আমরা চুপ থাকব, তা হবে না— খুলনায় জামায়াত আমির

খুলনায় ১৫ ককটেলসদৃশ বস্তু উদ্ধার

খুলনায় আসামি ধরতে গিয়ে হামলার শিকার র‍্যাব

প্যারোলে মুক্তি মেলেনি ছাত্রলীগ নেতার, কারাফটকে দেখলেন মৃত স্ত্রী-সন্তানের মুখ

‘মা-বোনদের রাজাকারদের হাত তুলে দিয়ে এখন ধর্মের দোহাই দিয়ে ভোট চাইছে’

অনুমতি ছাড়া বাংলাদেশ ছাড়ল রামপাল বিদ্যুৎকেন্দ্রের ৯ ভারতীয় কর্মকর্তা