হোম > সারা দেশ > যশোর

শিশুর মৃত্যুতে বিয়ে বাড়িতে বিষাদ, গেল না বরযাত্রী

যশোরের মনিরামপুরে আনিশা খাতুন নামে ২ বছর বয়সী একটি শিশুর পানিতে ডুবে মৃত্যু হয়েছে। বাড়ির সবাই বরযাত্রী যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন এই ফাঁকে নিখোঁজ হয় সে। আনিশার চাচার বিয়ে ছিল আজ (সোমবার)। এদিকে তার মৃত্যুর ঘটনায় তাৎক্ষণিক চাচার বিয়ের যাত্রা বন্ধ করে দেওয়া হয়েছে। 

আজ সোমবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটেছে উপজেলার গোবিন্দপুর গ্রামে। শিশু আনিশা গোবিন্দপুর গ্রামের তহিদুল ইসলামের মেয়ে। তার মৃত্যুতে বিয়ের আনন্দ পরিবারটির কাছে বিষাদে পরিণত হয়েছে। 

শিশু আনিশার চাচি হালিমা বেগম বলেন, ‘আমার দেবর সাহিদুল বহুদিন পর বিদেশ থেকে ফিরেছেন। আমরা খুলনা ফুলতলায় তাঁর বিয়ে ঠিক করেছি। সোমবার সকালে বাড়ির সবাই বরযাত্রী যাওয়ার জন্য তৈরি হচ্ছিল। আনিশাকে সঙ্গে নেওয়ার জন্য ওর মা নতুন জামা পরিয়েছিল। সে জামা খুলে রেখে কোনো এক ফাঁকে পুকুরে নেমে পড়ে।’

হালিমা বেগম আরও বলেন, ‘সবাই যখন মাইক্রোবাসে উঠবে তখন আনিশাকে পাওয়া যাচ্ছিল না। খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পুকুরে ডুবন্ত অবস্থায় তাকে পাওয়া যায়। এরপর তাকে উদ্ধার করে মনিরামপুর হাসপাতালে নেওয়া হয়। তখন ডাক্তার আনিশাকে মৃত ঘোষণা করেন।’ 

মনিরামপুর হাসপাতালের প্রধান তন্ময় বিশ্বাস বলেন, ‘হাসপাতালে আনার পর আমরা শিশুটিকে মৃত অবস্থায় পেয়েছি। এরপর বিষয়টি পুলিশকে জানানো হয়।’ 

মনিরামপুর থানার ইনচার্জ (ওসি) নূর-ই-আলম সিদ্দীকি বলেন, ‘এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করেছি।’ 

মৃত আনিশার বাবা তহিদুল ইসলাম বলেন, ‘উপস্থিত বিয়ের কাজ বন্ধ করা হয়েছে। আমরা মেয়ের মৃত্যুর বিষয়টি তাঁদের জানিয়ে দিয়েছি।’ 

ঝিনাইদহে সেনাবাহিনীর টহলগাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষ, আহত ৪ সেনাসদস্য

খুলনায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

‘গুহা’ থেকে অপহৃত ম্যানেজার ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার

দ্বিতীয় জানাজা শেষে ডাবলুর দাফন, ‘হত্যার’ বিচারের দাবি পরিবার ও নেতাদের

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে নিহত বিকুলের ভাড়া বাসা থেকে অস্ত্র-গুলি উদ্ধার

যশোরে গুঁড়িয়ে দেওয়া হলো ৭৪টি অবৈধ কয়লার চুল্লি

খুলনা সিআইডির সদর দপ্তরে অগ্নিকাণ্ড

খুলনায় পুলিশের ধাওয়া খেয়ে ঠিকাদারের বাড়িতে গুলি ছুড়ল সন্ত্রাসীরা

দখল আতঙ্কে ৩২ পরিবার

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে খুবি শিক্ষককে শাস্তি