হোম > সারা দেশ > সাতক্ষীরা

কালিগঞ্জে ১২ ঘণ্টার ব্যবধানে ২ ভাইয়ের প্রাণ গেল করোনায়

প্রতিনিধি, কালিগঞ্জ (সাতক্ষীরা) 

বড় ভাইয়ের দাফনের কয়েক ঘণ্টা পর খবর এল মেজো ভাইও করোনায় মারা গেছেন। একই দিনে দুই ভাইয়ের মৃত্যুতে শোকার্ত পরিবারে এখন শুধু আর্তনাদ আর আহাজারি। 

করোনায় আক্রান্ত হয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ১২ ঘণ্টার ব্যবধানে মারা গেছেন আপন দুই ভাই। গতকাল বৃহস্পতিবার ভোর রাতে ও বিকেল ৫টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তাঁদের মৃত্যু হয়। 

মৃত মজিবর সরদার (৭০) ও আমজাদ সরদার (৬৫) কালিগঞ্জের মৌতলা ইউনিয়নের পারমন্দকাটি গ্রামের মৃত রাসেক আলী সরদারের ছেলে। করোনায় শনাক্তের পর আট দিন আগে আমজাদ সরদারকে ও তিন দিন আগে মজিবার সরদারকে হাসপাতালে ভর্তি করা হয়। সম্পর্কে মজিবার সরদার বড় ও আমজাদ সরদার মেজো। ১২ ঘণ্টার ব্যবধানে দুই ভাই মারা যান। 

এই পরিবারের মেয়েজামাই হুমায়ুন কবীর জানান, আক্রান্ত হওয়ার পর ৮ দিন আগে আমজাদ সরদারকে সাতক্ষীরা মেডিকেলে ভর্তি করা হয়। তিন দিন আগে ভর্তি করা হয়েছিল মজিবার সরদারকে। ভোর রাতে মজিবার সরদার ও বিকেলে আমজাদ সরদার মারা গেছেন। 

জানা গেছে, মজিবর সরদারের তিন ছেলে ও এক মেয়ে আর আমজাদ সরদারের দুই ছেলে ও দুই মেয়ে। 

মৌতলা ইউপি চেয়ারম্যান কাজী রফিকুল ইসলাম বলেন, সকালে এক ভাইয়ের দাফন হয়েছে। বিকেলে আরেক ভাই মারা গেছেন। শুক্রবার সকালেই তাঁর দাফন হয়েছে। এক দিনে দুই ভাই করোনায় মারা গেলেন। গোটা এলাকা ও পরিবারটিতে এখন শোক বিরাজ করছে। 

ভৈরব নদে পাওয়া লাশটি ‘ঘাউড়া রাজীবের’

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার

খুলনা নগরীতে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

ভয়ংকর চেহারায় আহত বাঘটির গর্জন, সুস্থ হতে ২ মাস লাগবে: বন বিভাগ

সুন্দরবনের পর্যটনবাহী নৌযানমালিকদের ধর্মঘট প্রত্যাহার

সুন্দরবনের কচিখালীতে হরিণসহ শিকারি আটক

খুলনা নিউমার্কেট এলাকায় অস্ত্রের মহড়া, ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক

সুন্দরবনের সেই বাঘ একটু হাঁটাচলা করেছে, খাবার না খেলেও পানি পান করেছে

সুন্দরবনে পর্যটকবাহী নৌযান ধর্মঘট, বিপাকে ঘুরতে আসা দর্শনার্থীরা

যশোরে ব্যবসায়ীকে গুলি করে হত্যা