হোম > সারা দেশ > সাতক্ষীরা

কালিগঞ্জে ১২ ঘণ্টার ব্যবধানে ২ ভাইয়ের প্রাণ গেল করোনায়

প্রতিনিধি, কালিগঞ্জ (সাতক্ষীরা) 

বড় ভাইয়ের দাফনের কয়েক ঘণ্টা পর খবর এল মেজো ভাইও করোনায় মারা গেছেন। একই দিনে দুই ভাইয়ের মৃত্যুতে শোকার্ত পরিবারে এখন শুধু আর্তনাদ আর আহাজারি। 

করোনায় আক্রান্ত হয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ১২ ঘণ্টার ব্যবধানে মারা গেছেন আপন দুই ভাই। গতকাল বৃহস্পতিবার ভোর রাতে ও বিকেল ৫টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তাঁদের মৃত্যু হয়। 

মৃত মজিবর সরদার (৭০) ও আমজাদ সরদার (৬৫) কালিগঞ্জের মৌতলা ইউনিয়নের পারমন্দকাটি গ্রামের মৃত রাসেক আলী সরদারের ছেলে। করোনায় শনাক্তের পর আট দিন আগে আমজাদ সরদারকে ও তিন দিন আগে মজিবার সরদারকে হাসপাতালে ভর্তি করা হয়। সম্পর্কে মজিবার সরদার বড় ও আমজাদ সরদার মেজো। ১২ ঘণ্টার ব্যবধানে দুই ভাই মারা যান। 

এই পরিবারের মেয়েজামাই হুমায়ুন কবীর জানান, আক্রান্ত হওয়ার পর ৮ দিন আগে আমজাদ সরদারকে সাতক্ষীরা মেডিকেলে ভর্তি করা হয়। তিন দিন আগে ভর্তি করা হয়েছিল মজিবার সরদারকে। ভোর রাতে মজিবার সরদার ও বিকেলে আমজাদ সরদার মারা গেছেন। 

জানা গেছে, মজিবর সরদারের তিন ছেলে ও এক মেয়ে আর আমজাদ সরদারের দুই ছেলে ও দুই মেয়ে। 

মৌতলা ইউপি চেয়ারম্যান কাজী রফিকুল ইসলাম বলেন, সকালে এক ভাইয়ের দাফন হয়েছে। বিকেলে আরেক ভাই মারা গেছেন। শুক্রবার সকালেই তাঁর দাফন হয়েছে। এক দিনে দুই ভাই করোনায় মারা গেলেন। গোটা এলাকা ও পরিবারটিতে এখন শোক বিরাজ করছে। 

আবাসিক হোটেল থেকে জাপা নেতার মরদেহ উদ্ধার

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত, প্রাণিচিকিৎসক আশঙ্কাজনক

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত

খুলনায় আদালত প্রাঙ্গণে জোড়া খুনের ঘটনায় যুবক গ্রেপ্তার

রাজনৈতিক দলগুলোর কাছে ১৩ দফা দাবি পরিবেশ ও উন্নয়ন ফোরামের

প্রার্থীর আবেদনের ভিত্তিতে নিরাপত্তা দেওয়া হবে: কেএমপি কমিশনার

আমির হামজার বক্তব্যের কঠোর সমালোচনা করে জাতীয় মুক্তি কাউন্সিলের বিবৃতি

খুলনায় আবাসিক হোটেল থেকে যুবকের লাশ উদ্ধার

সাত দফা দাবিতে মিরপুরে রেলপথ অবরোধ, দুই ঘণ্টা পর প্রত্যাহার

খুলনার পূর্ব রূপসায় যুবককে গুলি করে হত্যা