হোম > সারা দেশ > মেহেরপুর

খেলতে গিয়ে পুকুরে ডুবে প্রাণ গেল শিশুর

গাংনী (মেহেরপুর) প্রতিনিধি

প্রতীকী ছবি

মেহেরপুরের গাংনীতে পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার রায়পুর ইউনিয়নের এলাঙ্গী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আবু তালহা (৪) উপজেলার ষোলটাকা ইউনিয়নের আমতৈল গ্রামের উজ্জ্বল হোসেনের ছেলে।

স্থানীয়রা জানান, তালহা তার মায়ের সঙ্গে নানা বাড়ি এলাঙ্গীতে বাস করে আসছে। আজ পুকুর পাড়ে খেলার সময় অসাবধানতাবসত পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। পরে তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শিশু তালহার মা নুপুর খাতুন বলেন, ‘দুপুরের দিকে বাড়িতে রান্না করছিলাম। এ সময় আমার ছেলে তালহা বাড়ির বাইরে খেলতে গিয়েছিল। তার বাড়ি আসতে দেরি হওয়ায় খুঁজতে গিয়ে দেখি বাড়ির পাশের একটি পুকুরে ভাসছে। প্রতিবেশীদের সহায়তায় তাকে দ্রুত উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক জাহিদ হোসেন জানান, তালহাকে হাসপাতালে নেওয়ার পূর্বে মৃত্যু হয়েছে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাঈল জানান, পানিতে ডুবে তালহার মৃত্যুর ঘটনায় ইউডি (অপমৃত্য) মামলা হবে।

আবাসিক হোটেল থেকে জাপা নেতার মরদেহ উদ্ধার

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত, প্রাণিচিকিৎসক আশঙ্কাজনক

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত

খুলনায় আদালত প্রাঙ্গণে জোড়া খুনের ঘটনায় যুবক গ্রেপ্তার

রাজনৈতিক দলগুলোর কাছে ১৩ দফা দাবি পরিবেশ ও উন্নয়ন ফোরামের

প্রার্থীর আবেদনের ভিত্তিতে নিরাপত্তা দেওয়া হবে: কেএমপি কমিশনার

আমির হামজার বক্তব্যের কঠোর সমালোচনা করে জাতীয় মুক্তি কাউন্সিলের বিবৃতি

খুলনায় আবাসিক হোটেল থেকে যুবকের লাশ উদ্ধার

সাত দফা দাবিতে মিরপুরে রেলপথ অবরোধ, দুই ঘণ্টা পর প্রত্যাহার

খুলনার পূর্ব রূপসায় যুবককে গুলি করে হত্যা