ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের মহেশপুরের ষাটনলপাড়ায় বালুবোঝাই ট্রাকের চাপায় এক নারী নিহত হয়েছেন। তাঁর নাম রাফেজা খাতুন (৫৬)। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।
রাফেজা খাতুন পার্শ্ববর্তী বাগদিয়ারআইট গ্রামের দেলবার হোসেনের স্ত্রী।
মহেশপুরের ভৈরবা পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক আব্দুল মান্নান জানান, সকালে রাস্তার পাশ দিয়ে হাঁটছিলেন রাফেজা খাতুন। সে সময় ষাটনলপাড়া নামক স্থানে বালুবোঝাই একটি ট্রাক পার্কিংয়ের জন্য পেছনের দিকে গেলে চাকার নিচে চাপা পড়েন রাফেজা। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। ঘটনার পর থেকেই চালক পলাতক রয়েছেন।