হোম > সারা দেশ > বাগেরহাট

বাগেরহাটে মামাকে মারধর করে টাকা লুটের অভিযোগ

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটে পারিবারিক বিরোধের জেরে নুর ইসলাম মীর (৫৪) নামের এক গরুর মালিককে মারধর ও গরু বিক্রির টাকা লুটের অভিযোগ উঠেছে ভাগনে শরিফুল সরদারের (৩২) বিরুদ্ধে।

গতকাল শুক্রবার রাতে সদর উপজেলার দেপাড়া গরুর হাট থেকে বাড়ি ফেরার পথে বিষ্ণুপুর ইউনিয়নের সাজোখালি এলাকায় এ মারধর ও টাকা লুটের ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী নুর ইসলাম ছয়জনের নাম উল্লেখ ও চারজনকে অজ্ঞাতনামা আসামি করে বাগেরহাট মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

আহত নুর ইসলাম মীর বাগেরহাট সদর উপজেলার বেশরগাতী এলাকার শহীদ মুক্তিযোদ্ধা আনোয়ার মীরের ছেলে। হামলার ঘটনায় মূল অভিযুক্ত শরিফুল সরদার একই এলাকার আহত নুর ইসলামের ভাগনে।

আহত নুর ইসলাম মীর বলেন, তিন-চার দিন আগে শরিফুল ও তার স্ত্রীর সঙ্গে আমি ও আমার ছোট ছেলের কথা-কাটাকাটি হয়। সে সময় শরিফুল আমাদের দেখে নেওয়ার হুমকি দেয়। ঘটনার দিন দেপাড়া হাটে দুইটি গরু বিক্রি করে টাকা নিয়ে বাড়ি ফিরছিলাম। রাত সাড়ে আটটার দিকে বিষ্ণুপুরের সাজোখালি এলাকায় রাজিবের সারের দোকানের কিছুদূর সামনে আসলে শরিফুল ও তার সঙ্গে থাকা সোহেল, হামজা, ওলিয়ার, সোহেল হোসেন, মাহাফুজ ও রাজ্জাক আমাকে ঘিরে ধরে এবং হাতুড়ি-রড দিয়ে মারধর শুরু করে। এ সময় আমি রাস্তায় পড়ে গেলে আমার লুংগিতে বেঁধে রাখা ২ লাখ ৩৫ হাজার টাকা ছিনিয়ে নেয় তাঁরা। পরে একটি ভ্যানে উঠিয়ে আমাকে বাড়ির দিকে পাঠিয়ে দেয়। বাড়ির সামনে থেকে আমার ছেলে ও স্থানীয়রা আমাকে বাগেরহাট জেলা হাসপাতালে ভর্তি করে।

আহতের ছেলে সাগরের মীর বলেন, আমরা এই হামলার বিচার ও টাকা ফেরত চাই।

তবে অভিযোগ অস্বীকার করে শরিফুল সরদার বলেন, আমাদের পারিবারিক বিরোধ আছে এটা সত্য। কিন্তু মারধর বা টাকা নেওয়ার অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। আমাকে ফাঁসানোর জন্য এই সব কথা বলা হচ্ছে।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজিজুল ইসলাম বলেন, নুর ইসলাম নামের এক ব্যক্তির একটি অভিযোগ পেয়েছি। অভিযুক্ত এবং অভিযোগকারীর মধ্যে পারিবারিক বিরোধ রয়েছে। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি। ঘটনার সত্যতা পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

খুলনায় এনসিপি নেতা পরিচয়ে চাঁদাবাজি, ৩ জন কারাগারে

এনসিপি পরিচয়ে আ.লীগ নেতার খোঁজে গিয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৩

খুলনায় মুফতি আমির হামজার বিরুদ্ধে মামলা

খুলনার ৬ আসন: সর্বোচ্চ ব্যয় করবেন বিএনপির আলী আসগর লবী

দুর্যোগে বন্য প্রাণী রক্ষা করবে ‘টাইগার টিলা’

ঝিনাইদহে সেনাবাহিনীর টহলগাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষ, আহত ৪ সেনাসদস্য

খুলনায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

‘গুহা’ থেকে অপহৃত ম্যানেজার ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার

দ্বিতীয় জানাজা শেষে ডাবলুর দাফন, ‘হত্যার’ বিচারের দাবি পরিবার ও নেতাদের

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে নিহত বিকুলের ভাড়া বাসা থেকে অস্ত্র-গুলি উদ্ধার