হোম > সারা দেশ > সাতক্ষীরা

দেবহাটায় রাসায়নিক মেশানো ৫ হাজার কেজি আম ধ্বংস

দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরার দেবহাটায় রাসায়নিক দ্রব্য দিয়ে পাকানো পাঁচ হাজার কেজি গোবিন্দভোগ আম ধ্বংস করেছে উপজেলা প্রশাসন। আজ বুধবার দুপুরে দেবহাটা ফুটবল মাঠে জনসম্মুখে ট্রাকের চাকায় পিষে এই আম ধ্বংস করা হয়। 

গতকাল মঙ্গলবার দিনভর দেবহাটা উপজেলার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে রাসায়নিক মেশানো আম জব্দ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ বি এম খালিদ হোসেন সিদ্দিকী। পরে উপজেলা কৃষি বিভাগের কর্মকর্তারা পরীক্ষা-নিরীক্ষা করে জব্দ করা আমে ক্ষতিকর রাসায়নিক দ্রব্যের উপস্থিতি পান। এক মাসে ৭০ থেকে ৮০ হাজার কেজি রাসায়নিক মেশানো আম ধ্বংস করা হয়েছে বলে জানায় উপজেলা প্রশাসন। 

এ বিষয়ে ইউএনও খালিদ হোসেন বলেন, ‘সাতক্ষীরার গাছপাকা সুস্বাদু আম সারা দেশে বেশ সমাদৃত। কিন্তু এক শ্রেণির অসাধু ব্যবসায়ী নির্ধারিত সময়ের আগেই গাছ থেকে অপরিপক্ব আম পেড়ে তা ক্ষতিকর রাসায়নিক দিয়ে পাকিয়ে বাজারজাত করছেন। এতে সারা দেশে সাতক্ষীরার আমের ঐতিহ্য ও সুনাম কমছে। এভাবে চলতে থাকলে আগামীতে ভোক্তাদের কাছে সাতক্ষীরার আমের কদর থাকবে না। পাশাপাশি জেলার আম চাষিরা ক্ষতিগ্রস্ত হবেন।’ 

ইউএনও আরও বলেন, ‘গোবিন্দভোগ, গোপালভোগসহ বেশ কয়েকটি স্থানীয় জাতের আম পাড়ার জন্য ১২ মে দিন নির্ধারণ করে কিছুদিন আগে আমের ক্যালেন্ডার ঘোষণা করে জেলা প্রশাসন। তবে ইতিমধ্যেই বিভিন্ন এলাকায় প্রাকৃতিকভাবে আম পাকা শুরু হওয়ায় আজ বুধবার ক্যালেন্ডার সংশোধন করে ১২ মের পরিবর্তে ৫ মে থেকে আম পাড়ার নির্দেশনা জারি করেছে জেলা প্রশাসন।’

খুলনায় এনসিপি নেতা পরিচয়ে চাঁদাবাজি, ৩ জন কারাগারে

এনসিপি পরিচয়ে আ.লীগ নেতার খোঁজে গিয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৩

খুলনায় মুফতি আমির হামজার বিরুদ্ধে মামলা

খুলনার ৬ আসন: সর্বোচ্চ ব্যয় করবেন বিএনপির আলী আসগর লবী

দুর্যোগে বন্য প্রাণী রক্ষা করবে ‘টাইগার টিলা’

ঝিনাইদহে সেনাবাহিনীর টহলগাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষ, আহত ৪ সেনাসদস্য

খুলনায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

‘গুহা’ থেকে অপহৃত ম্যানেজার ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার

দ্বিতীয় জানাজা শেষে ডাবলুর দাফন, ‘হত্যার’ বিচারের দাবি পরিবার ও নেতাদের

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে নিহত বিকুলের ভাড়া বাসা থেকে অস্ত্র-গুলি উদ্ধার