হোম > সারা দেশ > সাতক্ষীরা

দেবহাটায় রাসায়নিক মেশানো ৫ হাজার কেজি আম ধ্বংস

দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরার দেবহাটায় রাসায়নিক দ্রব্য দিয়ে পাকানো পাঁচ হাজার কেজি গোবিন্দভোগ আম ধ্বংস করেছে উপজেলা প্রশাসন। আজ বুধবার দুপুরে দেবহাটা ফুটবল মাঠে জনসম্মুখে ট্রাকের চাকায় পিষে এই আম ধ্বংস করা হয়। 

গতকাল মঙ্গলবার দিনভর দেবহাটা উপজেলার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে রাসায়নিক মেশানো আম জব্দ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ বি এম খালিদ হোসেন সিদ্দিকী। পরে উপজেলা কৃষি বিভাগের কর্মকর্তারা পরীক্ষা-নিরীক্ষা করে জব্দ করা আমে ক্ষতিকর রাসায়নিক দ্রব্যের উপস্থিতি পান। এক মাসে ৭০ থেকে ৮০ হাজার কেজি রাসায়নিক মেশানো আম ধ্বংস করা হয়েছে বলে জানায় উপজেলা প্রশাসন। 

এ বিষয়ে ইউএনও খালিদ হোসেন বলেন, ‘সাতক্ষীরার গাছপাকা সুস্বাদু আম সারা দেশে বেশ সমাদৃত। কিন্তু এক শ্রেণির অসাধু ব্যবসায়ী নির্ধারিত সময়ের আগেই গাছ থেকে অপরিপক্ব আম পেড়ে তা ক্ষতিকর রাসায়নিক দিয়ে পাকিয়ে বাজারজাত করছেন। এতে সারা দেশে সাতক্ষীরার আমের ঐতিহ্য ও সুনাম কমছে। এভাবে চলতে থাকলে আগামীতে ভোক্তাদের কাছে সাতক্ষীরার আমের কদর থাকবে না। পাশাপাশি জেলার আম চাষিরা ক্ষতিগ্রস্ত হবেন।’ 

ইউএনও আরও বলেন, ‘গোবিন্দভোগ, গোপালভোগসহ বেশ কয়েকটি স্থানীয় জাতের আম পাড়ার জন্য ১২ মে দিন নির্ধারণ করে কিছুদিন আগে আমের ক্যালেন্ডার ঘোষণা করে জেলা প্রশাসন। তবে ইতিমধ্যেই বিভিন্ন এলাকায় প্রাকৃতিকভাবে আম পাকা শুরু হওয়ায় আজ বুধবার ক্যালেন্ডার সংশোধন করে ১২ মের পরিবর্তে ৫ মে থেকে আম পাড়ার নির্দেশনা জারি করেছে জেলা প্রশাসন।’

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার

খুলনা নগরীতে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

ভয়ংকর চেহারায় আহত বাঘটির গর্জন, সুস্থ হতে ২ মাস লাগবে: বন বিভাগ

সুন্দরবনের পর্যটনবাহী নৌযানমালিকদের ধর্মঘট প্রত্যাহার

সুন্দরবনের কচিখালীতে হরিণসহ শিকারি আটক

খুলনা নিউমার্কেট এলাকায় অস্ত্রের মহড়া, ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক

সুন্দরবনের সেই বাঘ একটু হাঁটাচলা করেছে, খাবার না খেলেও পানি পান করেছে

সুন্দরবনে পর্যটকবাহী নৌযান ধর্মঘট, বিপাকে ঘুরতে আসা দর্শনার্থীরা

যশোরে ব্যবসায়ীকে গুলি করে হত্যা

সুন্দরবনে মাসুম বাহিনীর ৬ সদস্য আটক, উদ্ধার হওয়া পর্যটকেরা সুস্থ