হোম > সারা দেশ > নড়াইল

কলেজছাত্রীর মরদেহ উদ্ধার, পরিবার বলছে পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় আত্মহত্যা 

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি

নড়াইলের লোহাগড়ায় সুরাইয়া আক্তার আশা (১৮) নামের এক এইচএসসি ফলপ্রত্যাশীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। ওই ছাত্রীর পরিবারের দাবি, পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় তিনি আত্মহত্যা করেছেন। 

গতকাল সোমবার উপজেলার শালনগর ইউনিয়নের মাকড়াইল গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করে পুলিশ। 

সুরাইয়া আক্তার আশা উপজেলার মাকড়াইল গ্রামের ফিরোজ খানের মেয়ে এবং উপজেলার লক্ষ্মীপাশা মহিলা ডিগ্রি কলেজ থেকে মানবিক বিভাগে ২০২৩ সালের এইচএসসি পরীক্ষায় অংশ নেন। 

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। 

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, গত রোববার পরীক্ষার ফল প্রকাশিত হলে আশা জানতে পারেন ইতিহাসে অকৃতকার্য হয়েছেন। পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় তাঁর মন খারাপ ছিল। রাতের খাবার না খেয়ে ঘুমিয়ে পড়েন নিজ কক্ষে। পরে সোমবার সকালে স্বজনেরা ডাকাডাকি করেও সাড়া না পেয়ে দরজা ভেঙে ঝুলন্ত অবস্থায় তাঁর মরদেহ দেখতে পায়। খবর পেয়ে লোহাগড়া থানার পুলিশ মরদেহ উদ্ধার করে। 

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর সঠিক কারণ ময়নাতদন্তের প্রতিবেদন পেলে জানা যাবে। এ বিষয়ে থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।

সরকারি কর্মচারীরা কাজ ফেলে সমাবেশে, হয়রানির শিকার সেবাপ্রার্থীরা

খুলনায় কালোবাজারে পাচারের জন্য মজুত ৬৯৭ বস্তা সরকারি চাল জব্দ

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে খুলনা-৩ আসনে বিএনপির প্রার্থীকে শোকজ

খুলনার রূপসায় মাছ ব্যবসায়ীকে দুর্বৃত্তদের গুলি, এলাকায় আতঙ্ক

পায়ে পাড়া দিয়ে কেউ যদি আশা করে আমরা চুপ থাকব, তা হবে না— খুলনায় জামায়াত আমির

খুলনায় ১৫ ককটেলসদৃশ বস্তু উদ্ধার

খুলনায় আসামি ধরতে গিয়ে হামলার শিকার র‍্যাব

প্যারোলে মুক্তি মেলেনি ছাত্রলীগ নেতার, কারাফটকে দেখলেন মৃত স্ত্রী-সন্তানের মুখ

‘মা-বোনদের রাজাকারদের হাত তুলে দিয়ে এখন ধর্মের দোহাই দিয়ে ভোট চাইছে’

অনুমতি ছাড়া বাংলাদেশ ছাড়ল রামপাল বিদ্যুৎকেন্দ্রের ৯ ভারতীয় কর্মকর্তা