হোম > সারা দেশ > মাগুরা

দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, কলেজছাত্র নিহত

শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি

মাগুরার শ্রীপুরে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পাপ্পু মীর (১৯) নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন হাসান মিয়া (৪৫) নামের একজন অবসরপ্রাপ্ত সেনাসদস্য। গতকাল সোমবার বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলার সব্দালপুর ইউনিয়নের তারাউজিয়াল গ্রামের আমতৈল-সাচিলাপুর আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। পাপ্পু মীর উপজেলার দ্বারিয়াপুর ইউনিয়নের চৌগাছী পূর্বপাড়া গ্রামের করিম মীরের ছেলে। তিনি দ্বারিয়াপুর সম্মিলনী ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, পাপ্পু মাগুরা থেকে মোটরসাইকেলে চৌগাছী পূর্বপাড়ার নিজ বাড়ির দিকে যাচ্ছিলেন। পথে আমতৈল-সাচিলাপুর সড়কের তারাউজিয়াল গ্রামের পাশের রাস্তা দিয়ে আসা হাসান মিয়ার মোটরসাইকেলের সঙ্গে তাঁর মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে দুই মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক পাপ্পুকে ফরিদপুর মেডিকেলে পাঠান। গতকাল সোমবার রাত পৌনে আটটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। আহত হাসান মিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে জানতে চাইলে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাব্বারুল ইসলাম আজকের পত্রিকাকে জানান, পাপ্পু মারা গেছেন বলে শুনেছি। কিন্তু এ বিষয়ে এখনো থানায় কেউ অভিযোগ করেনি।

ভৈরব নদে পাওয়া লাশটি ‘ঘাউড়া রাজীবের’

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার

খুলনা নগরীতে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

ভয়ংকর চেহারায় আহত বাঘটির গর্জন, সুস্থ হতে ২ মাস লাগবে: বন বিভাগ

সুন্দরবনের পর্যটনবাহী নৌযানমালিকদের ধর্মঘট প্রত্যাহার

সুন্দরবনের কচিখালীতে হরিণসহ শিকারি আটক

খুলনা নিউমার্কেট এলাকায় অস্ত্রের মহড়া, ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক

সুন্দরবনের সেই বাঘ একটু হাঁটাচলা করেছে, খাবার না খেলেও পানি পান করেছে

সুন্দরবনে পর্যটকবাহী নৌযান ধর্মঘট, বিপাকে ঘুরতে আসা দর্শনার্থীরা

যশোরে ব্যবসায়ীকে গুলি করে হত্যা