হোম > সারা দেশ > খুলনা

চাঁদাবাজির মামলায় খুলনার সাবেক কাউন্সিলর রেকসোনা লিলি কারাগারে

খুলনা প্রতিনিধি

গ্রেপ্তারকৃত সাবেক কাউন্সিলর লিলি। ছবি: আজকের পত্রিকা

চাঁদাবাজির অভিযোগে আওয়ামী লীগের খুলনার ৩১ নম্বর ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদিকা ও সংরক্ষিত ১০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর রেকসোনা কালাম লিলিকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

মঙ্গলবার (১৪ মে) দুপুর ১টা ১৫ মিনিটে খুলনা সার্কিট হাউসের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করে খুলনা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। পরে বিকেলে আদালতে হাজির করলে বিচারক তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এজাহার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ১৬ জানুয়ারি বিকেল ৫টার দিকে নগরীর হোটেল রয়েল মোড়ে অবস্থিত ফ্যাশন জোন বাই লিন্ডা দোকানে গিয়ে চাঁদা দাবি করেন একাধিক ব্যক্তি। দোকানের কর্মচারী আলভী হাসান নোভার ভাষ্য অনুযায়ী, মামলার ১ নম্বর আসামি ফাতেমা আক্তার রিক্তা ওরফে রিক্তা পারভীন ওই দোকানে প্রবেশ করে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দিলে ব্যবসা করতে দেওয়া হবে না বলেও হুমকি দেন তিনি।

চাঁদা দিতে অস্বীকৃতি জানালে রিক্তার নির্দেশে রেকসোনা লিলিসহ অন্যরা দোকানে ভাঙচুর শুরু করেন। এরপর রিক্তা, ২৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আলী আকবর টিপু ও শিমরত মুক্তা আগ্নেয়াস্ত্র বের করে গুলি করার হুমকি দেন।

এজাহারে আরও বলা হয়, অভিযুক্তরা দোকানের ক্যাশ থেকে নগদ ২ লাখ টাকা এবং প্রায় ৮০ হাজার টাকার কসমেটিকস ও পোশাক লুট করে নিয়ে যান। তাঁরা ঘটনাস্থলে দুটি ককটেলের বিস্ফোরণও ঘটান।

ঘটনার পর দোকানকর্মী আলভী হাসান নোভা বাদী হয়ে খুলনা থানায় মামলা দায়ের করেন।

খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক তৈমুর ইসলাম বলেন, ‘গত বছরের ঘটনায় দায়ের করা মামলার ভিত্তিতে রেকসোনা লিলিকে গ্রেপ্তার করা হয়। পরে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।’

ভয়ংকর চেহারায় আহত বাঘটির গর্জন, সুস্থ হতে ২ মাস লাগবে: বন বিভাগ

সুন্দরবনের পর্যটনবাহী নৌযানমালিকদের ধর্মঘট প্রত্যাহার

সুন্দরবনের কচিখালীতে হরিণসহ শিকারি আটক

খুলনা নিউমার্কেট এলাকায় অস্ত্রের মহড়া, ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক

সুন্দরবনের সেই বাঘ একটু হাঁটাচলা করেছে, খাবার না খেলেও পানি পান করেছে

সুন্দরবনে পর্যটকবাহী নৌযান ধর্মঘট, বিপাকে ঘুরতে আসা দর্শনার্থীরা

যশোরে ব্যবসায়ীকে গুলি করে হত্যা

সুন্দরবনে মাসুম বাহিনীর ৬ সদস্য আটক, উদ্ধার হওয়া পর্যটকেরা সুস্থ

সুন্দরবনে অপহৃত রিসোর্ট মালিকসহ দুই পর্যটককে উদ্ধার

খুলনা-১ আসন: সম্পদে এগিয়ে কৃষ্ণ নন্দী, বার্ষিক আয়ে এজাজ খান