হোম > সারা দেশ > সাতক্ষীরা

প্রাইভেট কার থেকে বস্তাবন্দী ও হাত-পা বাঁধা অচেতন চালককে উদ্ধার

পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরার পাটকেলঘাটা থেকে বস্তাবন্দী ও হাত-পা বাঁধা অবস্থায় শেখ শাহিন (৪২) নামে এক প্রাইভেট কারের চালককে উদ্ধার করা হয়েছে। আজ বুধবার সকালে মির্জাপুর বাজারসংলগ্ন এলাকায় দাঁড়িয়ে থাকা একটি প্রাইভেট কারে অচেতন অবস্থায় তাঁকে আবিষ্কার করে স্থানীয় বাসিন্দারা। পরে শেখ শাহিনকে হাসপাতালে ভর্তি করা হয়। পাটকেলঘাটা থানার উপপরিদর্শক আমির হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

শেখ শাহিন খুলনা সদর উপজেলার আনসার আলীর ছেলে। বর্তমানে তিনি সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে মির্জাপুর বাজারের পোস্ট অফিসের পাশে একটি প্রাইভেট কারে বস্তাবন্দী অবস্থায় কিছু একটা দেখতে পায় স্থানীয়রা। পরে বস্তার ভেতরে হাত-পা বাঁধা ও অচেতন অবস্থায় এক ব্যক্তিকে আবিষ্কার করে। পুলিশের সাহায্যে প্রথমে তাঁকে পাটকেলঘাটা পপুলার ক্লিনিকে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। আইডি কার্ড দেখে তাঁর পরিচয় পাওয়া যায়।

পাটকেলঘাটা থানার উপপরিদর্শক আমির হোসেন জানান, ঘটনাস্থল থেকে একটি প্রাইভেট কার উদ্ধার করা হয়েছে। প্রাথমিক তদন্তে  প্রাইভেট কারটির মালিক সাতক্ষীরা সদর উপজেলার পলাশপোল এলাকার সঞ্জয় দাশ (পিন্টু) বলে জানা গেছে। আহত ব্যক্তিকে চিকিৎসার জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। বিস্তারিত পরে জানানো হবে।

আবাসিক হোটেল থেকে জাপা নেতার মরদেহ উদ্ধার

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত, প্রাণিচিকিৎসক আশঙ্কাজনক

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত

খুলনায় আদালত প্রাঙ্গণে জোড়া খুনের ঘটনায় যুবক গ্রেপ্তার

রাজনৈতিক দলগুলোর কাছে ১৩ দফা দাবি পরিবেশ ও উন্নয়ন ফোরামের

প্রার্থীর আবেদনের ভিত্তিতে নিরাপত্তা দেওয়া হবে: কেএমপি কমিশনার

আমির হামজার বক্তব্যের কঠোর সমালোচনা করে জাতীয় মুক্তি কাউন্সিলের বিবৃতি

খুলনায় আবাসিক হোটেল থেকে যুবকের লাশ উদ্ধার

সাত দফা দাবিতে মিরপুরে রেলপথ অবরোধ, দুই ঘণ্টা পর প্রত্যাহার

খুলনার পূর্ব রূপসায় যুবককে গুলি করে হত্যা