হোম > সারা দেশ > সাতক্ষীরা

শেখ হাসিনার গাড়িবহরে হামলার মামলায় সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলার মামলায় ১৮ বছরের সাজাপ্রাপ্ত আসামি বিদার মোড়ল (৫৭) মারা গেছেন। আজ বুধবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

বিদার মোড়ল জেলার কলারোয়া উপজেলার সরসকাটি গ্রামের তমেজউদ্দীনের ছেলে।

ঢামেকে চিকিৎসাধীন অবস্থায় বিদারের মৃত্যু হওয়ার তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন সাতক্ষীরা কারাগারের জেলার মামুনুর রশিদ। তিনি বলেন, ‘কারাগারে থাকা অবস্থায় গত ২৫ এপ্রিল বিদারের বাম পায়ে গ্যাংগ্রিন (ঘা) হয়। তখন তাঁকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পরে খুলনায় পাঠানো হয়। অবস্থার উন্নতি না হওয়ায় তাঁকে ঢামেকে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোরে তাঁর মৃত্যু হয়েছে।’

 ২০২১ সালের ৪ ফেব্রুয়ারি বিদারকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলার মামলায় আসামি হওয়ায় তিনি ১৮ বছর তিন মাসের সাজা পান বলে জানান জেলার মামুনুর।

জানা গেছে, ২০০২ সালের ৩০ আগস্ট সকাল ১০টার দিকে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক বীর মুক্তিযোদ্ধার ধর্ষিতা স্ত্রীকে দেখতে সাতক্ষীরা সদর হাসপাতালে যান। সেখান থেকে যশোরে ফেরার পথে বেলা ১১টার দিকে বিএনপির নেতা-কর্মীরা কলারোয়ায় দলীয় অফিসের সামনে একটি যাত্রীবাহী বাস রাস্তার ওপরে আড় করে রেখে শেখ হাসিনার গাড়িবহরে হামলা চালান।

হামলায় আওয়ামী লীগের এক ডজন নেতা-কর্মী আহত হন। এই ঘটনায় দায়ের করা মামলায় ২০২১ সালের ৪ ফেব্রুয়ারি তালা-কলারোয়ার বিএনপির সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবসহ ৫০ জন নেতা-কর্মীকে বিভিন্ন মেয়াদে সাজা দেন সাতক্ষীরার একটি আদালত।

খুলনা নগরীতে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

ভয়ংকর চেহারায় আহত বাঘটির গর্জন, সুস্থ হতে ২ মাস লাগবে: বন বিভাগ

সুন্দরবনের পর্যটনবাহী নৌযানমালিকদের ধর্মঘট প্রত্যাহার

সুন্দরবনের কচিখালীতে হরিণসহ শিকারি আটক

খুলনা নিউমার্কেট এলাকায় অস্ত্রের মহড়া, ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক

সুন্দরবনের সেই বাঘ একটু হাঁটাচলা করেছে, খাবার না খেলেও পানি পান করেছে

সুন্দরবনে পর্যটকবাহী নৌযান ধর্মঘট, বিপাকে ঘুরতে আসা দর্শনার্থীরা

যশোরে ব্যবসায়ীকে গুলি করে হত্যা

সুন্দরবনে মাসুম বাহিনীর ৬ সদস্য আটক, উদ্ধার হওয়া পর্যটকেরা সুস্থ

সুন্দরবনে অপহৃত রিসোর্ট মালিকসহ দুই পর্যটককে উদ্ধার