হোম > সারা দেশ > ঝিনাইদহ

মহেশপুর সীমান্ত থেকে বাংলাদেশি কৃষকের মরদেহ উদ্ধার

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের মহেশপুরের চাপাতলা সীমান্ত এলাকা থেকে রাকিবুল ইসলাম (৩৫) নামের এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

আজ সোমবার বেলা ১১টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। রাকিবুল ওই গ্রামের মৃত মনিরুল ইসলামের ছেলে। তবে কীভাবে তাঁর মৃত্যু হয়েছে তা নিশ্চিত করতে পারেনি বিজিবি।

স্থানীয়রা জানান, সকালে মাঠে যাওয়ার সময় কয়েকজন কৃষক মহেশপুরে কুসুমপুর বিওপির চাপাতলা সীমান্তে শূন্য লাইন থেকে ৫ গজ বাংলাদেশের অভ্যন্তরে একটি মরদেহ দেখতে পান। পরে তাঁরা স্থানীয় বিজিবি ক্যাম্পকে জানালে তারা রকিবুলের মরদেহ উদ্ধার করে। 

স্থানীয় স্বরুপপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য হাফিজুর রহমান বলেন, ‘স্থানীয় কৃষকদের মাধ্যমে খবর পেয়ে আমিও ঘটনাস্থলে গিয়েছিলাম। তবে কী কারণে মৃত্যু বা কারা জড়িত তা জানা যায়নি। তিনি কৃষক ছিলেন। তিনি কী কারণে সেখানে গিয়েছিলেন তাও নিশ্চিত বলা যাচ্ছে না।’

ঝিনাইদহ বিজিবি-৫৮ ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল শাহীন আজাদ জানান, মরদেহের মুখে ও গায়ে আঘাতের কিছু চিহ্ন আছে। তবে এটি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ঘটিত কিছু নাকি অন্য কিছু তা নিশ্চিত হওয়া যায়নি। নিহতের গায়ে কোনো গুলির আলামতও মনে হচ্ছে না। তাঁর মরদেহ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।

আবাসিক হোটেল থেকে জাপা নেতার মরদেহ উদ্ধার

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত, প্রাণিচিকিৎসক আশঙ্কাজনক

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত

খুলনায় আদালত প্রাঙ্গণে জোড়া খুনের ঘটনায় যুবক গ্রেপ্তার

রাজনৈতিক দলগুলোর কাছে ১৩ দফা দাবি পরিবেশ ও উন্নয়ন ফোরামের

প্রার্থীর আবেদনের ভিত্তিতে নিরাপত্তা দেওয়া হবে: কেএমপি কমিশনার

আমির হামজার বক্তব্যের কঠোর সমালোচনা করে জাতীয় মুক্তি কাউন্সিলের বিবৃতি

খুলনায় আবাসিক হোটেল থেকে যুবকের লাশ উদ্ধার

সাত দফা দাবিতে মিরপুরে রেলপথ অবরোধ, দুই ঘণ্টা পর প্রত্যাহার

খুলনার পূর্ব রূপসায় যুবককে গুলি করে হত্যা