হোম > সারা দেশ > বাগেরহাট

স্ত্রীসহ বাগেরহাটের ৩ বন কর্মকর্তার ব্যাংক হিসাব-সঞ্চয়পত্র অবরুদ্ধ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ছবি: সংগৃহীত

দুর্নীতির অভিযোগ থাকায় বাগেরহাট জেলার ষাটগম্বুজ বন বিভাগের এসএফএনটিসি ফরেস্টার চিন্ময় মধু, তাঁর স্ত্রী লোপা রানী মণ্ডল, বাগেরহাট বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা জি এম রফিক আহমেদ ও তাঁর স্ত্রী আকলিমা আহমেদ, আরেক কর্মকর্তা হরিদাস মধু ও তাঁর স্ত্রী দুলালী মধুর নামে থাকা পাঁচটি ব্যাংক হিসাব ও ১৩টি সঞ্চয়পত্র অবরুদ্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। আজ সোমবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এই নির্দেশ দেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই নির্দেশ দেন বলে জানান দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম।

দুদকের উপসহকারী পরিচালক কাজী হাফিজুর রহমান এই তিন পরিবারের ব্যাংক হিসাব ও সঞ্চয়পত্র অবরুদ্ধের আবেদন করেন। আবেদনে এসব হিসাবে ২ কোটি ৭৯ লাখ ৯১ হাজার ৬৩২ টাকা রয়েছে বলে উল্লেখ করা হয়েছে।

চিন্ময় মধু ও তাঁর স্ত্রী লোপা রানী মণ্ডলের নামে থাকা পাঁচ ব্যাংক হিসাবে আছে ১ কোটি ৩৪ লাখ ৯১ হাজার ৬৩২ টাকা। এ ছাড়া জি এম রফিকের নামে ছয়টি, তাঁর স্ত্রীর নামে তিনটি, দুলালী মধুর নামে দুটি, হরিদাস মধু ও লোপা রানীর নামে একটি সঞ্চয়পত্র রয়েছে। এসব সঞ্চয় পত্রে ১ কোটি ৪৫ লাখ টাকা রয়েছে।

আবেদনে আরও বলা হয়েছে, অভিযোগসংশ্লিষ্ট বাগেরহাট জেলার ষাটগম্বুজ বন বিভাগের এসএফএনটিসি ফরেস্টার চিন্ময় মধু, তাঁর স্ত্রী লোপা প্রাহী মণ্ডল, বাগেরহাট বন বিভাগের জি এম রফিক আহমেদ ও তাঁর স্ত্রী আকলিমা আহমেদ, হরিদাস ও দুলালী মধুর নামে পাঁচটি ব্যাংক হিসাবে অস্বাভাবিক লেনদেন এবং ৩৫ জনের নামে মোট ১৩টি সঞ্চয় ক্রয় করা হয়েছে।

ক্ষমতার অপব্যবহার করে তাঁরা বিপুল অবৈধ সম্পদ অর্জন করেছেন বলে দুদক অনুসন্ধান করছে। অবৈধভাবে অর্জিত এসব সম্পদ তাঁরা অন্যত্র সরিয়ে ফেলতে পারেন মর্মে আশঙ্কা রয়েছে। এসব অর্থ অন্যত্র সরিয়ে ফেললে ভবিষ্যতে তা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা সম্ভব হবে না। এ কারণে এই হিসাবগুলো জরুরি ভিত্তিতে অবরুদ্ধ করা প্রয়োজন।

খুলনায় এনসিপি নেতা পরিচয়ে চাঁদাবাজি, ৩ জন কারাগারে

এনসিপি পরিচয়ে আ.লীগ নেতার খোঁজে গিয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৩

খুলনায় মুফতি আমির হামজার বিরুদ্ধে মামলা

খুলনার ৬ আসন: সর্বোচ্চ ব্যয় করবেন বিএনপির আলী আসগর লবী

দুর্যোগে বন্য প্রাণী রক্ষা করবে ‘টাইগার টিলা’

ঝিনাইদহে সেনাবাহিনীর টহলগাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষ, আহত ৪ সেনাসদস্য

খুলনায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

‘গুহা’ থেকে অপহৃত ম্যানেজার ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার

দ্বিতীয় জানাজা শেষে ডাবলুর দাফন, ‘হত্যার’ বিচারের দাবি পরিবার ও নেতাদের

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে নিহত বিকুলের ভাড়া বাসা থেকে অস্ত্র-গুলি উদ্ধার