খুলনা নগরীতে দুর্বৃত্তের ছোড়া গুলিতে শাওন নামে এক যুবক আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা রয়েছে। আজ শুক্রবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে নগরীর রায়ের মহল এলাকায় এ ঘটনা ঘটে।
শাওন (৩০) নগরীর বয়রা ১ নম্বর রোড এলাকার শাহাজাহানের ছেলে।
সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমতাজুল হক আজকের পত্রিকাকে বলেন, রায়ের মহল আজিজের মোড়ে আড্ডা দিচ্ছিলেন শাওন। এ সময়ে চারটি মোটরসাইকেলে করে সাতজন অজ্ঞাতনামা দুর্বৃত্ত শাওনকে লক্ষ্য করে কয়েকটি গুলি ছোড়ে। এ সময়ে একটি গুলি তাঁর ডান পায়ের হাঁটুর ওপর বিদ্ধ হয়।
ওসি আরও বলেন, পরে স্থানীয়রা এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। আহত যুবককে উদ্ধার করে স্থানীয়রা চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। তবে কী কারণে তাঁর ওপর গুলি বর্ষণ করেছে সন্ত্রাসীরা; তা সঠিক করে বলতে পারেননি। তদন্ত চলছে। তদন্ত সাপেক্ষ ব্যবস্থা নেওয়া হবে।