সাতক্ষীরার শ্যামনগরে পুকুরের পানিতে ডুবে দেড় বছরের শিশু লামিয়ার মৃত্যু হয়েছে। আজ বুধবার বিকেলে উপজেলার ভবানীপুর গ্রামে এ ঘটনা ঘটে।
শিশুটি ওই এলাকার আব্দুর রউফ ও সালমা খাতুন দম্পতির মেয়ে।
স্থানীয়রা জানান, মা রান্নার কাজে ব্যস্ত ছিলেন। প্রতিবেশীদের সন্তানদের সঙ্গে বাড়ির উঠানে খেলছিল লামিয়া। একপর্যায়ে অন্য শিশুরা বাড়ি ফিরলেও খোঁজ মেলেনি লামিয়ার। এ সময় লামিয়াকে খুঁজতে থাকে মা সালমা খাতুন। পরে বাড়ির পাশের পুকুর মরদেহ ভাসতে দেখে উদ্ধার করেন তিনি।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য সাইদুর রহমান বাবু পানিতে ডুবে শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এই ইউপি সদস্য জানান, দুর্ঘটনার পর প্রশাসনের অনুমতি নিয়ে পরিবারের পক্ষ থেকে মরদেহ দাফন করা হয়েছে।