হোম > সারা দেশ > ঝিনাইদহ

কোটচাঁদপুরে ইউএনওর বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের মানববন্ধন

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি 

ইউএনও কাজী আনিসুল ইসলাম। ছবি: সংগৃহীত

ঝিনাইদহের কোটচাঁদপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা।

আজ রোববার দুপুরে স্থানীয় কলেজ বাসস্ট্যান্ডে এ মানববন্ধন করা হয়। এর আগে সকাল থেকে নেতা-কর্মীরা কোটচাঁদপুর মেইন বাসস্ট্যান্ডে জড়ো হতে থাকেন। পরে তাঁরা মিছিল নিয়ে কলেজ বাসস্ট্যান্ডে আসেন। সেখানে ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য দেন বৈষম্যবিরোধী আন্দোলনের জেলার যুগ্ম সাধারণ সম্পাদক অভিক, কোটচাঁদপুর উপজেলা শাখার সদস্যসচিব ফায়েজ আহম্মেদ অনিক, মহেশপুর উপজেলার ও আহ্বায়ক হামিদুর রহমান রানা।

বক্তারা ইউএনও কাজী আনিসুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তুলে ধরেন। সেই সঙ্গে কোটচাঁদপুর সাবরেজিস্ট্রি অফিস, ভূমি অফিসসহ বিভিন্ন সরকারি অফিসের দুর্নীতির কথা তুলে ধরেন। সেই সঙ্গে এসবের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি দাবি জানান।

বক্তারা বলেন, যদি ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও সাধারণ নাগরিক সমাজের সমন্বয়ে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়ানো হবে। এরপরও কোনো ফল না হলে পরে কঠোর কর্মসূচি দেওয়া হবে।

এ বিষয়ে জানতে ইউএনও আনিসুলের মোবাইল ফোনে কল দেওয়া হলে তিনি রিসিভ করেননি।

যোগাযোগ করা হলে জেলা প্রশাসক আবদুল আওয়াল বলেন, ‘ঘটনাটি আমি জেনেছি। তবে উনার (ইউএনও) বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে।’

খুবির প্রথম বর্ষের চার ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

খুলনায় সকাল থেকেই মনোনয়ন জমা দেওয়া শুরু

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনায় দুর্বৃত্তদের হামলায় দুই যুবক গুরুতর আহত

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: সহযোগীসহ শুটার ঢাকাইয়া শামীম গ্রেপ্তার

মাগুরা-২: রাজনীতি থেকে অবসরের ঘোষণা সাবেক এমপি কাজী সালিমুল হকের

খুলনায় মা হত্যায় ছেলে গ্রেপ্তার

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: যুবশক্তির সেই নেত্রী কারাগারে

খুলনায় শ্রমিক শক্তির নেতা মোতালেব হত্যার চেষ্টা: মামলা ডিবিতে, গ্রেপ্তার তন্বি অন্তঃসত্ত্বা হওয়ার দাবি

খুলনায় এনসিপি নেতাকে গুলির ঘটনায় মামলা