হোম > সারা দেশ > যশোর

কেশবপুরে মাঠ থেকে ব্যবসায়ী মরদেহ উদ্ধার, পাশে পড়ে ছিল বিষের বোতল

কেশবপুর (যশোর) প্রতিনিধি

যশোরের কেশবপুরে বাবলু ঘোষ (৪৬) নামের এক মুদি ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার বায়সা কালীবাড়ি এলাকার গোল্ড ইটভাটার উত্তর পাশের মাঠ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। বাবলু ঘোষ উপজেলার বায়সা গ্রামের মৃত অতুল ঘোষের ছেলে। 

এলাকাবাসী জানান, কেশবপুর শহরের পুরাতন মুরগিহাটা এলাকার মুদি ব্যবসায়ী বাবলু ঘোষ সম্প্রতি অনেক টাকা দেনায় জর্জরিত হয়ে পড়েন। গতকাল বুধবার রাতে তিনি ব্যবসাপ্রতিষ্ঠান থেকে বের হয়ে বাড়ি থেকে আনুমানিক ৫০০ গজ দূরে ওই মাঠের মধ্যে বিষ খেয়ে আত্মহত্যা করেছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাঁর মরদেহসহ বিষের একটি বোতলও উদ্ধার করেছে।

কেশবপুর থানার উপপরিদর্শক (এসআই) লিটন চন্দ্র দাস বলেন, ব্যবসায়ী বাবলু ঘোষের মরদেহ বায়সা কালীবাড়ি এলাকার গোল্ড ইটভাটার উত্তর পাশের মাঠ থেকে উদ্ধার করা হয়েছে। মরদেহের পাশে বিষের একটি বোতল পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাবলু ঘোষ বিষ খেয়ে আত্মহত্যা করেছেন। 

এসআই আরও বলেন, মৃত্যুর রহস্য উদ্‌ঘাটনের জন্য মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তিনি কয়েক কোটি টাকা ঋণগ্রস্ত ছিলেন বলে জানা গেছে। থানায় মৃত্যুর বিষয়ে একটি অপমৃত্যু মামলা হয়েছে।

সরকারি কর্মচারীরা কাজ ফেলে সমাবেশে, হয়রানির শিকার সেবাপ্রার্থীরা

খুলনায় কালোবাজারে পাচারের জন্য মজুত ৬৯৭ বস্তা সরকারি চাল জব্দ

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে খুলনা-৩ আসনে বিএনপির প্রার্থীকে শোকজ

খুলনার রূপসায় মাছ ব্যবসায়ীকে দুর্বৃত্তদের গুলি, এলাকায় আতঙ্ক

পায়ে পাড়া দিয়ে কেউ যদি আশা করে আমরা চুপ থাকব, তা হবে না— খুলনায় জামায়াত আমির

খুলনায় ১৫ ককটেলসদৃশ বস্তু উদ্ধার

খুলনায় আসামি ধরতে গিয়ে হামলার শিকার র‍্যাব

প্যারোলে মুক্তি মেলেনি ছাত্রলীগ নেতার, কারাফটকে দেখলেন মৃত স্ত্রী-সন্তানের মুখ

‘মা-বোনদের রাজাকারদের হাত তুলে দিয়ে এখন ধর্মের দোহাই দিয়ে ভোট চাইছে’

অনুমতি ছাড়া বাংলাদেশ ছাড়ল রামপাল বিদ্যুৎকেন্দ্রের ৯ ভারতীয় কর্মকর্তা