হোম > সারা দেশ > যশোর

কেশবপুরে মাঠ থেকে ব্যবসায়ী মরদেহ উদ্ধার, পাশে পড়ে ছিল বিষের বোতল

কেশবপুর (যশোর) প্রতিনিধি

যশোরের কেশবপুরে বাবলু ঘোষ (৪৬) নামের এক মুদি ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার বায়সা কালীবাড়ি এলাকার গোল্ড ইটভাটার উত্তর পাশের মাঠ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। বাবলু ঘোষ উপজেলার বায়সা গ্রামের মৃত অতুল ঘোষের ছেলে। 

এলাকাবাসী জানান, কেশবপুর শহরের পুরাতন মুরগিহাটা এলাকার মুদি ব্যবসায়ী বাবলু ঘোষ সম্প্রতি অনেক টাকা দেনায় জর্জরিত হয়ে পড়েন। গতকাল বুধবার রাতে তিনি ব্যবসাপ্রতিষ্ঠান থেকে বের হয়ে বাড়ি থেকে আনুমানিক ৫০০ গজ দূরে ওই মাঠের মধ্যে বিষ খেয়ে আত্মহত্যা করেছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাঁর মরদেহসহ বিষের একটি বোতলও উদ্ধার করেছে।

কেশবপুর থানার উপপরিদর্শক (এসআই) লিটন চন্দ্র দাস বলেন, ব্যবসায়ী বাবলু ঘোষের মরদেহ বায়সা কালীবাড়ি এলাকার গোল্ড ইটভাটার উত্তর পাশের মাঠ থেকে উদ্ধার করা হয়েছে। মরদেহের পাশে বিষের একটি বোতল পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাবলু ঘোষ বিষ খেয়ে আত্মহত্যা করেছেন। 

এসআই আরও বলেন, মৃত্যুর রহস্য উদ্‌ঘাটনের জন্য মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তিনি কয়েক কোটি টাকা ঋণগ্রস্ত ছিলেন বলে জানা গেছে। থানায় মৃত্যুর বিষয়ে একটি অপমৃত্যু মামলা হয়েছে।

খুলনায় যুবককে গুলি করে হত্যা

জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ারকে সতর্ক করলেন রিটার্নিং কর্মকর্তা

ভৈরব নদে পাওয়া লাশটি ‘ঘাউড়া রাজীবের’

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার

খুলনা নগরীতে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

ভয়ংকর চেহারায় আহত বাঘটির গর্জন, সুস্থ হতে ২ মাস লাগবে: বন বিভাগ

সুন্দরবনের পর্যটনবাহী নৌযানমালিকদের ধর্মঘট প্রত্যাহার

সুন্দরবনের কচিখালীতে হরিণসহ শিকারি আটক

খুলনা নিউমার্কেট এলাকায় অস্ত্রের মহড়া, ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক

সুন্দরবনের সেই বাঘ একটু হাঁটাচলা করেছে, খাবার না খেলেও পানি পান করেছে