হোম > সারা দেশ > সাতক্ষীরা

সংঘর্ষে পণ্ড সাতক্ষীরায় বিএনপির সম্মেলন, ১৪৪ ধারা জারি

সাতক্ষীরা প্রতিনিধি

ইউনিয়ন বিএনপির কমিটি গঠনের জন্য ভোট গ্রহণ চলছিল। ছবি: আজকের পত্রিকা

সাতক্ষীরার আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়ন বিএনপির সম্মেলন নিয়ে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের কমপক্ষে ১৫ জন আহত হন।

সংঘর্ষে সম্মেলন পণ্ড হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সম্মেলনস্থলে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। আজ বুধবার (২৯ জানুয়ারি) বিকেলে বুধহাটা ইউনিয়নের বেউলা ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র এলাকায় এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তিদের মধ্যে ১১ জনের নাম জানা গেছে। তাঁরা হলেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক পলাশ আহসান, যুবদলের সাবেক সহসভাপতি বকুল, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি শফিকুল ইসলাম, কল্লোল, দিপু, আশিক, শফিকুল ও আছাফুর এবং অপরপক্ষের উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রবিউল আওয়াল ছোট, যুবদলের কৃষিবিষয়ক সম্পাদক রমজান আলী ও যুবদলের কর্মী আজমি নূর।

সম্মেলন আয়োজনকারীদের একজন উপজেলা বিএনপির সদস্যসচিব মশিউল হুদা তুহিন বলেন, ‘পূর্ব ঘোষণা অনুযায়ী বুধহাটা ইউনিয়ন বিএনপির কমিটি গঠন উপলক্ষে দুপুর ১২টা থেকে আমরা ভোট গ্রহণ করছিলাম। এ সময় প্রতিপক্ষরা পরিকল্পিতভাবে রড, লাঠি, ইটপাটকেল নিয়ে হামলা সম্মেলন পণ্ড করে দেয়। তবে কর্মীরা ক্ষিপ্ত হয়ে প্রতিরোধ গড়ে তুললে তারা ফিরতে বাধ্য হয়।’

উপজেলা বিএনপির আরেক অংশের সদস্যসচিব জাকির হোসেন বাচ্চু বলেন, ‘তারা ত্যাগী নেতাদের বাদ রেখে গোপনে আওয়ামী লীগের নেতা-কর্মী ও তাদের মন মতো লোক নিয়ে পকেট কমিটি করার চেষ্টা করছিল। সেটা প্রতিহত করতে আমাদের নেতা–কর্মীরা উপস্থিত হলে তাদের ওপর হামলা চালিয়ে রক্তাক্ত করা হয়।’

পরিস্থিতি নিয়ন্ত্রণে সম্মেলনস্থলে ১৪৪ ধারা জারি করে প্রশাসন। ছবি: আজকের পত্রিকা

আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কৃষ্ণা রায় বলেন, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে বুধহাটা ইউনিয়নের বেউলা সাইক্লোন শেল্টার মাঠ ও পাশের এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। এলাকায় পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’

খুলনায় এনসিপি নেতা গুলিবিদ্ধের ঘটনায় তরুণী আটক

এনসিপি নেতা গুলিবিদ্ধ: রহস্য উদ্‌ঘাটনে এক তরুণীকে খুঁজছে পুলিশ

খুলনায় শ্রমিক শক্তি নেতা গুলিবিদ্ধের ঘটনায় জামায়াত সেক্রেটারির উদ্বেগ

খুলনায় গুলিবিদ্ধ এনসিপি নেতা শঙ্কামুক্ত

ফ্ল্যাটের ভেতর অন্তঃকোন্দলে এনসিপির মোতালেবকে গুলি, মাদক ও গুলির খোসা উদ্ধার: পুলিশ

খুলনায় এনসিপির শ্রমিক সংগঠনের কেন্দ্রীয় নেতাকে মাথায় গুলি

খুলনা ওয়াসার দুর্নীতি: ঘুষে বন্ধ বকেয়া বিলের চাপ

‘স্যাক্রোলাইটিস’ রোগে আক্রান্ত: মেধাবী ছাত্রী আসফির বাঁচার আকুতি

খুলনার ৩৬ আসন: বেশি ঝুঁকিতে ৮৪২ কেন্দ্র

যশোরের বীর মুক্তিযোদ্ধা অশোক রায় আর নেই