হোম > সারা দেশ > খুলনা

বিমার টাকা ফেরত পাওয়ার দাবিতে গ্রাহকদের বিক্ষোভ মিছিল

খুলনা প্রতিনিধি

খুলনার পাইকগাছায় বিমার টাকা আদায়ের দাবিতে গ্রাহকদের বিক্ষোভ মিছিল। ছবি: আজকের পত্রিকা

খুলনার পাইকগাছায় বিমার টাকা আদায়ের দাবিতে শত শত গ্রাহকের লাখ লাখ টাকা আত্মসাৎকারী আমিরুল ইসলামকে আটকের দাবিতে বিক্ষোভ মিছিল হয়েছে। আজ শনিবার দুপুরে স্থানীয় বেতবুনিয়া মোড়ে এ বিক্ষোভ মিছিল হয়।

গ্রাহকেরা অভিযোগ করে বলেন, উপজেলার সোলাদানা ইউনিয়নের ভ্যাকোটমারী গ্রামের মৃত সওকত গাজীর ছেলে আমিরুল ইসলাম সন্ধানী লাইফ ইনস্যুরেন্স পলিসির মাঠকর্মী। তিনি ভ্যাকোটমারী ও বেতবুনিয়া পতন আবাসনের (গুচ্ছ গ্রাম) আছিয়া, মুসলিমা, আয়রা বেগমসহ শতাধিক মহিলা গ্রাহকের কাছ থেকে বেশি মুনাফার লোভ দেখিয়ে ১৬ বছরমেয়াদি বিমা করান। কিন্তু মেয়াদ শেষ হলে গ্রাহকদের টাকা তুলে দিতে টালবাহানা শুরু করেন। উপায় না পেয়ে গ্রাহকেরা চুকনগর বিমা অফিসে গিয়ে দেখেন, তাদের কিস্তির কিছু টাকা জমা দিয়ে বাকি লাখ লাখ টাকা আত্মসাৎ করেছেন।

বিক্ষোভ মিছিলে আছিয়া বেগম বলেন, ‘প্রতিবছর আমাদের কাছ থেকে কিস্তির টাকা নিয়েছেন আমিরুল। কিন্তু আমরা অশিক্ষিত হওয়ায় আমাদের ভুয়া রিসিভ দিয়ে নিজে টাকা আত্মসাৎ করেছেন।’ আরেক গ্রাহক মুসলিমা বেগম বলেন, ‘আমার বিমা ১৬ বছর পূর্ণ হয়েছে; কিন্তু অফিসে টাকা উত্তোলন করতে গিয়ে দেখি মাত্র ৫ কিস্তির টাকা জমা দিয়েছেন। বাকি টাকা মাঠকর্মী আমিরুল ইসলাম মেরে দিয়েছেন।’

ফনী বিবি নামের আরেক গ্রাহক বলেন, ‘আমি আমিরুলসহ বিভিন্ন বাড়িতে ঝিয়ের কাজ করে যে টাকা পাই তার থেকে বাঁচিয়ে একটা বিমা করেছি। সেই টাকা আমিরুল অফিসে জমা না দিয়ে আত্মসাৎ করেছেন। আমরা এখন কী করব? কার কাছে যাব।’

দখল আতঙ্কে ৩২ পরিবার

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে খুবি শিক্ষককে শাস্তি

খুলনায় যুবককে গুলি করে হত্যা

জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ারকে সতর্ক করলেন রিটার্নিং কর্মকর্তা

ভৈরব নদে পাওয়া লাশটি ‘ঘাউড়া রাজীবের’

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার

খুলনা নগরীতে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

ভয়ংকর চেহারায় আহত বাঘটির গর্জন, সুস্থ হতে ২ মাস লাগবে: বন বিভাগ

সুন্দরবনের পর্যটনবাহী নৌযানমালিকদের ধর্মঘট প্রত্যাহার

সুন্দরবনের কচিখালীতে হরিণসহ শিকারি আটক