হোম > সারা দেশ > খুলনা

বিমার টাকা ফেরত পাওয়ার দাবিতে গ্রাহকদের বিক্ষোভ মিছিল

খুলনা প্রতিনিধি

খুলনার পাইকগাছায় বিমার টাকা আদায়ের দাবিতে গ্রাহকদের বিক্ষোভ মিছিল। ছবি: আজকের পত্রিকা

খুলনার পাইকগাছায় বিমার টাকা আদায়ের দাবিতে শত শত গ্রাহকের লাখ লাখ টাকা আত্মসাৎকারী আমিরুল ইসলামকে আটকের দাবিতে বিক্ষোভ মিছিল হয়েছে। আজ শনিবার দুপুরে স্থানীয় বেতবুনিয়া মোড়ে এ বিক্ষোভ মিছিল হয়।

গ্রাহকেরা অভিযোগ করে বলেন, উপজেলার সোলাদানা ইউনিয়নের ভ্যাকোটমারী গ্রামের মৃত সওকত গাজীর ছেলে আমিরুল ইসলাম সন্ধানী লাইফ ইনস্যুরেন্স পলিসির মাঠকর্মী। তিনি ভ্যাকোটমারী ও বেতবুনিয়া পতন আবাসনের (গুচ্ছ গ্রাম) আছিয়া, মুসলিমা, আয়রা বেগমসহ শতাধিক মহিলা গ্রাহকের কাছ থেকে বেশি মুনাফার লোভ দেখিয়ে ১৬ বছরমেয়াদি বিমা করান। কিন্তু মেয়াদ শেষ হলে গ্রাহকদের টাকা তুলে দিতে টালবাহানা শুরু করেন। উপায় না পেয়ে গ্রাহকেরা চুকনগর বিমা অফিসে গিয়ে দেখেন, তাদের কিস্তির কিছু টাকা জমা দিয়ে বাকি লাখ লাখ টাকা আত্মসাৎ করেছেন।

বিক্ষোভ মিছিলে আছিয়া বেগম বলেন, ‘প্রতিবছর আমাদের কাছ থেকে কিস্তির টাকা নিয়েছেন আমিরুল। কিন্তু আমরা অশিক্ষিত হওয়ায় আমাদের ভুয়া রিসিভ দিয়ে নিজে টাকা আত্মসাৎ করেছেন।’ আরেক গ্রাহক মুসলিমা বেগম বলেন, ‘আমার বিমা ১৬ বছর পূর্ণ হয়েছে; কিন্তু অফিসে টাকা উত্তোলন করতে গিয়ে দেখি মাত্র ৫ কিস্তির টাকা জমা দিয়েছেন। বাকি টাকা মাঠকর্মী আমিরুল ইসলাম মেরে দিয়েছেন।’

ফনী বিবি নামের আরেক গ্রাহক বলেন, ‘আমি আমিরুলসহ বিভিন্ন বাড়িতে ঝিয়ের কাজ করে যে টাকা পাই তার থেকে বাঁচিয়ে একটা বিমা করেছি। সেই টাকা আমিরুল অফিসে জমা না দিয়ে আত্মসাৎ করেছেন। আমরা এখন কী করব? কার কাছে যাব।’

খুলনা নিউমার্কেট এলাকায় অস্ত্রের মহড়া, ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক

সুন্দরবনের সেই বাঘ একটু হাঁটাচলা করেছে, খাবার না খেলেও পানি পান করেছে

সুন্দরবনে পর্যটকবাহী নৌযান ধর্মঘট, বিপাকে ঘুরতে আসা দর্শনার্থীরা

যশোরে ব্যবসায়ীকে গুলি করে হত্যা

সুন্দরবনে মাসুম বাহিনীর ৬ সদস্য আটক, উদ্ধার হওয়া পর্যটকেরা সুস্থ

সুন্দরবনে অপহৃত রিসোর্ট মালিকসহ দুই পর্যটককে উদ্ধার

খুলনা-১ আসন: সম্পদে এগিয়ে কৃষ্ণ নন্দী, বার্ষিক আয়ে এজাজ খান

সুন্দরবনে রিসোর্ট মালিক ও দুই পর্যটককে অপহরণ, ৪০ লাখ টাকা মুক্তিপণ দাবি দস্যুদের

ডুমুরিয়ায় অ্যাম্বুলেন্সের ধাক্কায় দুই ভ্যান আরোহী নিহত

খুলনায় র‌্যাবের সোর্সকে গুলি