হোম > সারা দেশ > খুলনা

শিশুসন্তানকে পুড়িয়ে ও বয়স্ক মাকে পিটিয়ে হত্যা

সাতক্ষীরা প্রতিনিধি

প্রতীকী ছবি

সাতক্ষীরায় মানসিক ভারসাম্যহীন এক নারীর বিরুদ্ধে নিজের দুগ্ধপোষ্য শিশুসন্তানকে আগুনে পুড়িয়ে হত্যার পর নিজের বয়স্ক মাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আজ বৃহস্পতিবার বেলা ৩টার দিকে সদর উপজেলার নুনগোলা গ্রামে ওই নারীর বাবা খোদাবক্সের বাড়িতে এই ঘটনা ঘটে।

পুলিশ ঘাতক ওই নারীকে আটক করে থানা হেফাজতে নিয়েছে। এ ছাড়া মরদেহ দুটো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে নেওয়ার প্রস্তুতি চলছে। মানসিক ভারসাম্যহীন ওই নারীর নাম শান্তা পারভীন (৩০)। তিনি সদর উপজেলার কুশখালী গ্রামের আজহারুল ইসলামের স্ত্রী ও ব্রহ্মরাজপুর ইউনিয়নের নুনগোলা গ্রামের মৃত খোদাবক্সের মেয়ে। অগ্নিদগ্ধ হয়ে মারা যাওয়া শিশুর নাম আশরাফী খাতুন। তার বয়স ২ মাস ৪ দিন। আর শান্তার মায়ের নাম হোসনেয়ারা বেগম (৬৫)।

জানতে চাইলে নুনগোলা গ্রামের বাসিন্দা আব্দুর রহমান আজকের পত্রিকাকে জানান, কুশখালী গ্রামের আজহারুল ইসলামের সঙ্গে পাঁচ-ছয় বছর আগে শান্তার বিয়ে হয়। তিনি আগে স্বাভাবিক মস্তিষ্কের থাকলেও সম্প্রতি মাঝেমধ্যে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন। এসব কারণে স্বামী আজহারুল গতকাল বুধবার তাঁকে নিয়ে শ্বশুরবাড়িতে আসে। আজ স্ত্রী ও সন্তানকে রেখে তিনি বাড়িতে চলে যান।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ঘটনাস্থলে যাওয়া সদর থানার এসআই শিবলুর রহমান আজকের পত্রিকাকে জানান, আজ বেলা ৩টার দিকে শান্তা তাঁর দুগ্ধপোষ্য শিশু আশরাফীকে জ্বলন্ত চুলার মধ্যে ঢুকিয়ে দেন। বিষয়টি দেখতে পেয়ে শান্তার মা হোসনেয়ারা খাতুন শিশুটিকে উদ্ধার করার জন্য এগিয়ে আসেন। এ সময় শান্তা হাতে থাকা লাঠি দিয়ে সজোরে মায়ের মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই মারা যান হোসনেয়ারা। এরই মধ্যে চুলার আগুনে পুড়ে মারা যায় শিশু আশরাফী। পরে পরিস্থিতি ভয়াবহতা বিবেচনা করে স্থানীয়রা শান্তাকে আটকে রেখে পুলিশকে খবর দেন।

এ বিষয়ে সাতক্ষীরা সদর থাকার ওসি শামিনুল হক জানান, পরিবারের সদস্যরা দাবি করছেন, শান্তা বছরখানেক মানসিক ভারসাম্যহীন ছিল। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। শান্তাকে থানায় আনা হয়েছে।

ডুমুরিয়ায় অ্যাম্বুলেন্সের ধাক্কায় দুই ভ্যান আরোহী নিহত

খুলনায় র‌্যাবের সোর্সকে গুলি

খুলনা-৩ আসনে তিন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল, বৈধ ৯টি

হাড়কাঁপানো শীতে কাঁপছে জীবননগর, এক দিনেই তাপমাত্রা কমল ৪ ডিগ্রি

খুলনায় দেশীয় অস্ত্র, গুলি ও মাদকসহ গ্রেপ্তার ৫

খুবির প্রথম বর্ষের চার ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

খুলনায় সকাল থেকেই মনোনয়ন জমা দেওয়া শুরু

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনায় দুর্বৃত্তদের হামলায় দুই যুবক গুরুতর আহত

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: সহযোগীসহ শুটার ঢাকাইয়া শামীম গ্রেপ্তার