হোম > সারা দেশ > চুয়াডাঙ্গা

আপা কিন্তু চুয়াডাঙ্গার পাশেই, টুপ করে ঢুকে পড়বে, খেয়াল রাখবেন: হাসনাত আবদুল্লাহ

চুয়াডাঙ্গা প্রতিনিধি  

হাসনাত আবদুল্লাহ। ফাইল ছবি

চুয়াডাঙ্গাবাসীর উদ্দেশ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, শেখ হাসিনা চুয়াডাঙ্গার পাশেই আছে। টুপ করে যাতে ঢুকতে না পারে, সেজন্য খেয়াল রাখতে হবে।

চুয়াডাঙ্গা শিল্পকলা একাডেমির মুক্তমঞ্চ প্রাঙ্গণে আজ সোমবার (২৭ জানুয়ারি) নাগরিক কমিটির আয়োজনে এক অনুষ্ঠানে এসব কথা বলেন হাসনাত আবদুল্লাহ।

হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘আমাদেরকে হাসিনা-আওয়ামী লীগ কিনতে পারেনি। পার্লামেন্টে সিট দিয়ে আমাদের কিনতে পারবেন না। আমাদের তরুণ প্রজন্মের মধ্যে যে রাজনৈতিক সচেতনতা তৈরি হয়েছে, তা ধরে রাখতে হবে। দয়া করে ক্ষমতামুখী হবেন না। যারা ক্ষমতামুখী হয়েছে, তাদেরকে দেশ ছেড়ে পালাতে হয়েছে।’

হাসনাত আবদুল্লাহ বলেন, ‘আওয়ামী লীগের সাথে কাদের কাদের আত্মীয়তার সম্পর্ক ছিল, আমাদের জানা আছে। কেউ কেউ আওয়ামী লীগের পুনর্বাসন করার জন্য দালালি করছে। তারা আগামী নির্বাচনে আওয়ামী লীগ থাকবে কি না, সেই চিন্তায় আছে। কিন্তু আওয়ামী লীগের শাস্তির বিষয়ে কিছু বলছে না।’

হাসনাত আবদুল্লাহ আরও বলেন, ‘আপা (শেখ হাসিনা) কিন্তু চুয়াডাঙ্গার পাশেই আছে। আপনাদের প্রতিরোধ করেই কিন্তু ওনাকে ঢাকায় যেতে হবে। টুপ করে আপা কিন্তু ঢুকে পড়বে, খেয়াল রাখবেন।’

আওয়ামী লীগ নির্বাচনে আসবে কি আসবে না, সেই আলোচনা অনেক পরে হবে জানিয়ে হাসনাত বলেন, ‘আগে খুনি হাসিনা, ওবায়দুল কাদের, আসাদুজ্জামানের বিচার করতে হবে। আওয়ামী লীগের কমিটির লিস্ট ধরে ধরে বিচার করতে হবে। তারপর আলোচনা হবে, আওয়ামী লীগ নির্বাচন করবে কি করবে না। আগে বিচার নিশ্চিতের জন্য রাজনৈতিক দল থেকে দাবি তুলুন।’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চুয়াডাঙ্গা জেলা কমিটির আহ্বায়ক আসলাম অর্ক এতে সভাপতিত্ব করেন। সদস্যসচিব সাফফাতুল ইসলাম অনুষ্ঠান পরিচালনা করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় সমন্বয়ক নুসরাত তাবাসসুম, জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় আন্তর্জাতিক সেল সদস্য মোল্লা এহসান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় সহ-সমন্বয়ক বাবু খান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মেহেরপুর জেলা কমিটির আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ, কুষ্টিয়া জেলা সদস্যসচিব মুস্তাফিজুর রহমান, ইসলামী বিশ্ববিদ্যালয়ের সদস্য এস এম আসরাফ সুইট প্রমুখ।

খুলনা নিউমার্কেট এলাকায় অস্ত্রের মহড়া, ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক

সুন্দরবনের সেই বাঘ একটু হাঁটাচলা করেছে, খাবার না খেলেও পানি পান করেছে

সুন্দরবনে পর্যটকবাহী নৌযান ধর্মঘট, বিপাকে ঘুরতে আসা দর্শনার্থীরা

যশোরে ব্যবসায়ীকে গুলি করে হত্যা

সুন্দরবনে মাসুম বাহিনীর ৬ সদস্য আটক, উদ্ধার হওয়া পর্যটকেরা সুস্থ

সুন্দরবনে অপহৃত রিসোর্ট মালিকসহ দুই পর্যটককে উদ্ধার

খুলনা-১ আসন: সম্পদে এগিয়ে কৃষ্ণ নন্দী, বার্ষিক আয়ে এজাজ খান

সুন্দরবনে রিসোর্ট মালিক ও দুই পর্যটককে অপহরণ, ৪০ লাখ টাকা মুক্তিপণ দাবি দস্যুদের

ডুমুরিয়ায় অ্যাম্বুলেন্সের ধাক্কায় দুই ভ্যান আরোহী নিহত

খুলনায় র‌্যাবের সোর্সকে গুলি