হোম > সারা দেশ > ঝিনাইদহ

চাচা-ভাতিজির দ্বন্দ্বে কপাল পুড়ল কৃষকের, কচুখেতে বিষপ্রয়োগের অভিযোগ

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি 

ঝলসে যাওয়া কচুখেত দেখান কৃষক শাহজামাল খান। ছবি: আজকের পত্রিকা

ঝিনাইদহের কোটচাঁদপুরে শাহজামাল খান নামের এক কৃষকের দেড় বিঘা জমির ইরি কচু আগাছানাশক প্রয়োগ করে নষ্ট করে দেওয়ার অভিযোগ উঠেছে। শাহজামালের অভিযোগ, চাচা বাবু খানের সঙ্গে বিরোধের জেরে তামিমা তৈয়ব্যা খান নামের এক নারী তাঁর জমির ফসল নষ্ট করেছেন। এ ঘটনায় আজ সোমবার থানায় জিডি করেছেন তিনি।

ভুক্তভোগী কৃষক শাহজামাল খান জানান, কোটচাঁদপুর-সাবদারপুর সড়কের পাশের কুশকুড়ির মাঠে দুই বিঘা জমিতে ইরি কচু চাষ করেছেন তিনি। গত ২৬ জুন তামিমা খানের নির্দেশে ওই জমিতে বিষ প্রয়োগ করা হয়। এতে অন্তত দেড় বিঘার ফসল নষ্ট হয়ে গেছে। এতে তাঁর ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।

শাহজামাল বলেন, ‘আমি বাবু খান ও তাঁর ভাতিজি তামিমার কাছ থেকে দুই বিঘা জমি কিনে ভোগদখল করে আসছি। বর্তমানে ওই জমিতে আমি ইরি কচুর চাষ করেছি। তামিমা তাদের পারিবারিক দ্বন্দ্বের জেরে লেবার দিয়ে আমার কচুর জমিতে বিষ প্রয়োগ করেন। এতে আমার দেড় বিঘা জমিতে থাকা কচুগাছ পুড়ে গেছে। ক্ষতি হয়েছে প্রায় ৫ লাখ টাকার। বিষয়টি নিয়ে আজ থানায় জিডি করেছি।’

তাঁদের সঙ্গে কোনো শত্রুতা আছে কি না এমন প্রশ্নে শাহজামাল বলেন, ‘না, তাঁদের সঙ্গে আমার কোনো শত্রুতা নেই। তাঁরা তাঁদের পারিবারিক দ্বন্দ্ব আমার ওপর প্রয়োগ করছেন।’ প্রত্যক্ষদর্শী আব্দুস ছামাদ বলেন, ‘ওই দিন আমি জমিতে কাজ করছিলাম। হঠাৎ স্প্রে মেশিন নিয়ে দু-তিনজন পুরুষ ও একজন নারী আসেন। এরপর তাঁরা কচুর জমিতে স্প্রে করতে থাকেন। তবে আমি তাঁদের নাম-পরিচয় জানি না।’

এদিকে এসব অভিযোগের ব্যাপারে তামিমা বলেন, ‘বাবু খান আমার চাচা। চাচা আমাদের কাছ থেকে ওই জমি লিজ নিয়েছিল। জানতে পারি, তিনি তাঁর অংশের জমি বিক্রি করেছেন মনিরুল ইসলাম খানের কাছে। আর দখল দিয়েছেন আমাদের অংশের জমি। বর্তমান জমির মালিকানা দাবিদারদের বলেছি জমিটি ছেড়ে দিতে। এরপরও তারা জমি ছেড়ে না দিয়ে একের পর এক চাষ করেই যাচ্ছেন। এ কারণে কচুখেতে বিষ প্রয়োগ করা হয়েছে। আর আমি শাহজামাল খানকে চিনি না। ওনার সঙ্গে আমার কোনো লেনদেনও নেই। আমি মনিরুল ইসলাম খানকে চিনি।’

কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর বলেন, ভুক্তভোগী থানায় জিডি করেছেন। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এনসিপি পরিচয়ে আ.লীগ নেতার খোঁজে গিয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৩

খুলনায় মুফতি আমির হামজার বিরুদ্ধে মামলা

খুলনার ৬ আসন: সর্বোচ্চ ব্যয় করবেন বিএনপির আলী আসগর লবী

দুর্যোগে বন্য প্রাণী রক্ষা করবে ‘টাইগার টিলা’

ঝিনাইদহে সেনাবাহিনীর টহলগাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষ, আহত ৪ সেনাসদস্য

খুলনায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

‘গুহা’ থেকে অপহৃত ম্যানেজার ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার

দ্বিতীয় জানাজা শেষে ডাবলুর দাফন, ‘হত্যার’ বিচারের দাবি পরিবার ও নেতাদের

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে নিহত বিকুলের ভাড়া বাসা থেকে অস্ত্র-গুলি উদ্ধার

যশোরে গুঁড়িয়ে দেওয়া হলো ৭৪টি অবৈধ কয়লার চুল্লি