মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে মারা যাওয়া শিশুটির বড় বোনের শ্বশুরবাড়ি ঘিরে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সেখানে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ।
আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) শিশুটি মারা যায়। এ খবর ছড়িয়ে পড়ার পর থেকে ঘটনাস্থল মাগুরা শহরের নীজনান্দুয়ারীর মাঠপাড়ার ওই বাড়িতে হামলা হতে পারে বলে আশঙ্কা করছেন পাশের বাসিন্দারা। তাঁরা বলছেন, শিশুটি মারা যাওয়ার পর কিছু অচেনা লোক বাড়ির আশপাশে ঘোরাফেরা করছে।
স্থানীয় বাসিন্দা মোকবুল মিয়া বলেন, ‘তারা (অভিযুক্ত ব্যক্তিরা) অপরাধ করেছে, আর আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি।’
এ বিষয়ে জানতে চাইলে জেলা পুলিশ সুপার মিনা মাহমুদা আজকের পত্রিকাকে জানান, যেকোনো ধরনের অরাজকতা মোকাবিলায় পুলিশ সতর্ক রয়েছে।
আরও খবর পড়ুন: