হোম > সারা দেশ > খুলনা

নাশকতার মামলায় কারাগারে বিএনপির ৮ নেতা-কর্মী 

নাশকতার পরিকল্পনার অভিযোগে পুলিশের করা মামলায় যশোরের মনিরামপুর বিএনপির আট নেতা-কর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আসামিরা আজ সোমবার জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারক শেখ নাজমুল হুসাইন তা নামঞ্জুর করে তাঁদের জেলহাজতে পাঠানোর আদেশ দেন। 

আসামিরা হলেন মনিরামপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাই, মনিরামপুর থানা বিএনপির সদস্য ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিস্তার ফারুক, ঝাঁপা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আলাউদ্দীন, কাশিমনগর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুর রাজ্জাক, সদস্য শহিদুল ইসলাম, দূর্বডাঙ্গা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান, ইত্যা ওয়ার্ড বিএনপির সভাপতি শাহাজান আলী ও মনিরামপুর থানা ছাত্রদলের আহ্বায়ক ওলিয়ার রহমান।

আসামিপক্ষের আইনজীবী ও মনিরামপুর থানা বিএনপির আহ্বায়ক শহীদ ইকবাল হোসেন বলেন, ২০২৩ সালের ৩০ অক্টোবর ঢাকায় বিএনপির সমাবেশের পরদিন পুলিশ বাদী হয়ে মনিরামপুর থানা বিএনপির ২৭ নেতা-কর্মীর নামে মামলা করে। এতে বেগারিতলায় নাশকতার পরিকল্পনা করার অভিযোগ আনা হয়। 

সেই মামলায় উচ্চ আদালত থেকে আট নেতা-কর্মী ছয় সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিনে ছিলেন। জামিনের মেয়াদ শেষে তাঁরা আজ নিম্ন আদালতে হাজির হয়ে জামিন আবদেন করেন। পরে আদালত আবেদন না মঞ্জুর করে তাঁদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

সরকারি কর্মচারীরা কাজ ফেলে সমাবেশে, হয়রানির শিকার সেবাপ্রার্থীরা

খুলনায় কালোবাজারে পাচারের জন্য মজুত ৬৯৭ বস্তা সরকারি চাল জব্দ

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে খুলনা-৩ আসনে বিএনপির প্রার্থীকে শোকজ

খুলনার রূপসায় মাছ ব্যবসায়ীকে দুর্বৃত্তদের গুলি, এলাকায় আতঙ্ক

পায়ে পাড়া দিয়ে কেউ যদি আশা করে আমরা চুপ থাকব, তা হবে না— খুলনায় জামায়াত আমির

খুলনায় ১৫ ককটেলসদৃশ বস্তু উদ্ধার

খুলনায় আসামি ধরতে গিয়ে হামলার শিকার র‍্যাব

প্যারোলে মুক্তি মেলেনি ছাত্রলীগ নেতার, কারাফটকে দেখলেন মৃত স্ত্রী-সন্তানের মুখ

‘মা-বোনদের রাজাকারদের হাত তুলে দিয়ে এখন ধর্মের দোহাই দিয়ে ভোট চাইছে’

অনুমতি ছাড়া বাংলাদেশ ছাড়ল রামপাল বিদ্যুৎকেন্দ্রের ৯ ভারতীয় কর্মকর্তা