হোম > সারা দেশ > খুলনা

নাশকতার মামলায় কারাগারে বিএনপির ৮ নেতা-কর্মী 

নাশকতার পরিকল্পনার অভিযোগে পুলিশের করা মামলায় যশোরের মনিরামপুর বিএনপির আট নেতা-কর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আসামিরা আজ সোমবার জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারক শেখ নাজমুল হুসাইন তা নামঞ্জুর করে তাঁদের জেলহাজতে পাঠানোর আদেশ দেন। 

আসামিরা হলেন মনিরামপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাই, মনিরামপুর থানা বিএনপির সদস্য ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিস্তার ফারুক, ঝাঁপা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আলাউদ্দীন, কাশিমনগর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুর রাজ্জাক, সদস্য শহিদুল ইসলাম, দূর্বডাঙ্গা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান, ইত্যা ওয়ার্ড বিএনপির সভাপতি শাহাজান আলী ও মনিরামপুর থানা ছাত্রদলের আহ্বায়ক ওলিয়ার রহমান।

আসামিপক্ষের আইনজীবী ও মনিরামপুর থানা বিএনপির আহ্বায়ক শহীদ ইকবাল হোসেন বলেন, ২০২৩ সালের ৩০ অক্টোবর ঢাকায় বিএনপির সমাবেশের পরদিন পুলিশ বাদী হয়ে মনিরামপুর থানা বিএনপির ২৭ নেতা-কর্মীর নামে মামলা করে। এতে বেগারিতলায় নাশকতার পরিকল্পনা করার অভিযোগ আনা হয়। 

সেই মামলায় উচ্চ আদালত থেকে আট নেতা-কর্মী ছয় সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিনে ছিলেন। জামিনের মেয়াদ শেষে তাঁরা আজ নিম্ন আদালতে হাজির হয়ে জামিন আবদেন করেন। পরে আদালত আবেদন না মঞ্জুর করে তাঁদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

খুলনা-৩ আসনে তিন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল, বৈধ ৯টি

হাড়কাঁপানো শীতে কাঁপছে জীবননগর, এক দিনেই তাপমাত্রা কমল ৪ ডিগ্রি

খুলনায় দেশীয় অস্ত্র, গুলি ও মাদকসহ গ্রেপ্তার ৫

খুবির প্রথম বর্ষের চার ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

খুলনায় সকাল থেকেই মনোনয়ন জমা দেওয়া শুরু

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনায় দুর্বৃত্তদের হামলায় দুই যুবক গুরুতর আহত

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: সহযোগীসহ শুটার ঢাকাইয়া শামীম গ্রেপ্তার

মাগুরা-২: রাজনীতি থেকে অবসরের ঘোষণা সাবেক এমপি কাজী সালিমুল হকের

খুলনায় মা হত্যায় ছেলে গ্রেপ্তার