হোম > সারা দেশ > সাতক্ষীরা

কলারোয়ায় পুকুরে গোসল করতে গিয়ে এসআইয়ের মৃত্যু

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি

পুকুরে গোসল করতে গিয়ে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে সাতক্ষীরার কলারোয়া থানার উপপরিদর্শক (এসআই) রাশেদুল ইসলামের (৪০) মৃত্যু হয়েছে। আজ রোববার সকালে কলারোয়া থানার পুকুরে সাঁতার কাটার সময় তিনি মারা যান। বিষয়টি নিশ্চিত করেছেন কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দীন মৃধা।

এসআই রাশেদুল ইসলাম মেহেরপুরের গাংনী উপজেলার গোপালনগর গ্রামের মৃত লোকমান হোসেনের ছেলে। তাঁর পরিবারে স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে আছে। 

কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার শফিকুল ইসলাম বলেন, সকাল ১০টার দিকে কলারোয়া থানার পুলিশ ও কলারোয়া ফায়ার সার্ভিস সিভিল ও ডিফেন্সের সদস্যরা অচেতন অবস্থায় এসআই রাশেদুল ইসলামকে ইমারজেন্সি বিভাগে আনেন। প্রাথমিক চিকিৎসা ও পরীক্ষা করে দেখা যায় হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে পানিতে ডুবে তিনি মারা গেছেন। হাসপাতালের সব কার্যক্রম শেষে তাঁর মরদেহ নিয়ে যায় পুলিশ।

কলারোয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন লিডার মো. ওবায়দুল্লাহ বলেন, থানার পুলিশের এক এসআই গোসল করার সময় আকস্মিক পানিতে ডুবে যান। পরে তাঁকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না এমন সংবাদ ওসি নাসির উদ্দিন মৃধা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে জানান। পরে তাৎক্ষণিক স্টেশন লিডার ওবায়দুল্লাহর নেতৃত্বে একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুকুর থেকে দুই মিনিটের মধ্যেই অচেতন অবস্থায় ডুবে যাওয়া পুলিশ সদস্যকে উদ্ধার করে। এরপর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য পাঠানো হয়। 

কলারোয়া থানার ওসি নাসির উদ্দীন মৃধা বলেন, রাশেদুল ইসলাম দেড় মাস আগে কলারোয়া থানায় পুলিশের এসআই পদে যোগদান করেন। সকালে থানার পুকুরে গোসল করতে গিয়ে সাঁতার কাটার সময় হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে পুকুরের পানিতে ডুবে যান। এরপর ফায়ার সার্ভিসের কর্মীরা তাঁকে পুকুর থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে। এরপর স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নত চিকিৎসার জন্য নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

প্রাথমিক সুরতহাল ও ময়নাতদন্ত শেষে দুপুরে সাতক্ষীরা জেলা পুলিশ সুপারের নির্দেশনায় কার্যালয় প্রাঙ্গণে সাতক্ষীরায় প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। পরে মরদেহ তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান ওসি।

এই সম্পর্কিত আরও পড়ুন:

খুলনায় দেশীয় অস্ত্র, গুলি ও মাদকসহ গ্রেপ্তার ৫

খুবির প্রথম বর্ষের চার ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

খুলনায় সকাল থেকেই মনোনয়ন জমা দেওয়া শুরু

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনায় দুর্বৃত্তদের হামলায় দুই যুবক গুরুতর আহত

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: সহযোগীসহ শুটার ঢাকাইয়া শামীম গ্রেপ্তার

মাগুরা-২: রাজনীতি থেকে অবসরের ঘোষণা সাবেক এমপি কাজী সালিমুল হকের

খুলনায় মা হত্যায় ছেলে গ্রেপ্তার

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: যুবশক্তির সেই নেত্রী কারাগারে

খুলনায় শ্রমিক শক্তির নেতা মোতালেব হত্যার চেষ্টা: মামলা ডিবিতে, গ্রেপ্তার তন্বি অন্তঃসত্ত্বা হওয়ার দাবি