হোম > সারা দেশ > কুষ্টিয়া

ভেড়ামারায় মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি 

কুষ্টিয়ার ভেড়ামারায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন দুজন। আজ মঙ্গলবার বিকেল ৫টার দিকে ভেড়ামারা-দৌলতপুর সড়কের হাওয়া খালি মাঠ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন-পাবনার ঈশ্বরদী উপজেলার নারিচা গ্রামের শাহ আলমের ছেলে খিলক্ষেত নেভির অফিস সহকারী মারুফুল আলম পিয়াস (২৭) ও মিরপুর ধুবইল ইউনিয়নের বরিয়া গ্রামের মৃত হামিদ মোল্লার ছেলে সাজ্জাদ হোসেন সজিব (২২)। 

গুরুতর আহতরা হলেন-দৌলতপুর উপজেলার জয়রামপুর গোরস্থান পাড়ার কামাল হোসেনের ছেলে কাজল (১৮) ও একই গ্রামের মৃত নিজাম উদ্দিনের ছেলে বাপ্পি (২০)। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভেড়ামারা-দৌলতপুর সড়কের হাওয়া খালি মাঠ নামক স্থানে বিকেল ৫টার দিকে বেপরোয়া গতির দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় চারজন মোটরসাইকেল আরোহী সড়কের ওপর ছিটকে পড়ে। 

স্থানীয়রা ফায়ার সার্ভিস টিম ও পুলিশকে খবর দেয়। তাঁরা এসে আহতদের উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আহতদের কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় পিয়াস ও সজিবের মৃত্যু হয়। 

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, ‘হাওয়া খালি নামক এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চার আরোহী গুরুতর আহত হয়। তাদেরকে ফায়ার সার্ভিসের সহযোগিতায় কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়। পিয়াস ও সজিব নামে দুজন চিকিৎসারত অবস্থায় মারা গেছে।’ 

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে নিহত বিকুলের ভাড়া বাসা থেকে অস্ত্র-গুলি উদ্ধার

যশোরে গুঁড়িয়ে দেওয়া হলো ৭৪টি অবৈধ কয়লার চুল্লি

খুলনা সিআইডির সদর দপ্তরে অগ্নিকাণ্ড

খুলনায় পুলিশের ধাওয়া খেয়ে ঠিকাদারের বাড়িতে গুলি ছুড়ল সন্ত্রাসীরা

দখল আতঙ্কে ৩২ পরিবার

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে খুবি শিক্ষককে শাস্তি

খুলনায় যুবককে গুলি করে হত্যা

জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ারকে সতর্ক করলেন রিটার্নিং কর্মকর্তা

ভৈরব নদে পাওয়া লাশটি ‘ঘাউড়া রাজীবের’

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার