হোম > সারা দেশ > সাতক্ষীরা

যশোরেশ্বরী মন্দির পরিদর্শনে উপদেষ্টা আসিফ মাহমুদ

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি

যুব ও ক্রীড়া এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া সাতক্ষীরার শ্যামনগরের যশোরেশ্বরী মন্দির পরিদর্শন করেছেন। 

আজ শনিবার দুপুর ১২টার দিকে তিনি সড়ক পথে সাতক্ষীরা হয়ে শ্যামনগরের ঈশ্বরীপুরস্থ ঐতিহাসিক এই কালি মন্দির পরিদর্শন করেন। এসময় তিনি দুই দিন আগে দেবী কালির মাথা থেকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দেওয়া উপহারের মুকুট চুরির বিষয়ে বিস্তারিত খোঁজ খবর নেন। 

গত ১০ অক্টোবর দুপুরের দিকে মন্দিরের প্রধান ফটক খোলা থাকার সুযোগে এক যুবক দেবী কালির মাথায় থাকা স্বর্ণের মুকুট নিয়ে পালিয়ে যায়। সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে অজ্ঞাত পরিচয়ের এক যুবককে চিহ্নিত করা হলেও দুদিনেও তাকে শনাক্ত করা যায়নি। 

এদিকে দেবী কালির মাথায় থাকা মুকুট চুরির ঘটনায় শ্যামনগর থানায় মামলা (যার নং- ১২) হয়েছে। আজ শনিবার মন্দির পরিচালনা কমিটির সদস্য জ্যোতি প্রকাশ চট্টোপাধ্যায় বাদী হয়ে মামলা করেন। ডিবির হাতে তদন্তভার দেওয়া উক্ত মামলা। ডিবি মামলার তদন্তের স্বার্থে তাৎক্ষণিকভাবে পাঁচজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। আটককৃতরা হলো মন্দিরের পুরোহিত দিলীপ হালদার, তার সহকারী অপূর্ব সাহা ও সঞ্জয় বিশ্বাস সাজু, পরিচ্ছন্নতার দায়িত্বে থাকা রেখা রানী ও পারুল বিশ্বাস। 

যশোরেশ্বরী মন্দির পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপ-সচিব আবুল হোসেন, সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় জামায়াত নেতা গাজী নজরুল ইসলাম, উপজেলা বিএনপি সভাপতি আব্দুল ওয়াহেদ, অতিরিক্ত পুলিশ সুপার সজিব, উপজেলা নির্বাহী অফিসার ডা. সঞ্জীব দাস, সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল রিফাত, পরির্দশক (তদন্ত) ফকির তাইজুর রহমান।

ভৈরব নদে পাওয়া লাশটি ‘ঘাউড়া রাজীবের’

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার

খুলনা নগরীতে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

ভয়ংকর চেহারায় আহত বাঘটির গর্জন, সুস্থ হতে ২ মাস লাগবে: বন বিভাগ

সুন্দরবনের পর্যটনবাহী নৌযানমালিকদের ধর্মঘট প্রত্যাহার

সুন্দরবনের কচিখালীতে হরিণসহ শিকারি আটক

খুলনা নিউমার্কেট এলাকায় অস্ত্রের মহড়া, ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক

সুন্দরবনের সেই বাঘ একটু হাঁটাচলা করেছে, খাবার না খেলেও পানি পান করেছে

সুন্দরবনে পর্যটকবাহী নৌযান ধর্মঘট, বিপাকে ঘুরতে আসা দর্শনার্থীরা

যশোরে ব্যবসায়ীকে গুলি করে হত্যা