হোম > সারা দেশ > কুষ্টিয়া

বিভাগের নাম পরিবর্তন দাবিতে ইবির প্রধান ফটকে তালা

ইবি প্রতিনিধি 

বিভাগের নাম পরিবর্তন দাবিতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা দেন ‘জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট’র শিক্ষার্থীরা। ছবি: আজকের পত্রিকা

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বিভাগের নাম পরিবর্তন নিয়ে প্রধান ফটক আটকিয়ে আন্দোলনে নেমেছেন ‘জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট’ বিভাগের শিক্ষার্থীরা।

আজ রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা দিয়ে বিক্ষোভ করেন বিভাগের শতাধিক শিক্ষার্থী। পরে বেলা ২টা ৩০ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির আশ্বাসে ফটক ছাড়েন আন্দোলনকারীরা।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, ২০১৭ সালে বিজ্ঞান অনুষদের অধীনে প্রতিষ্ঠা হয় ‘এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড জিওগ্রাফি’ বিভাগ। ২০২২ সালে বিভাগের আবেদনের পরিপ্রেক্ষিতে বিভাগের নাম পরিবর্তন করে রাখা হয় ‘জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট’।

বর্তমানে শিক্ষার্থীরা ‘এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি’ নামে যেতে আন্দোলন শুরু করেছেন। তিন দিনের ভেতরে নাম পরিবর্তনের প্রাথমিক প্রক্রিয়া সম্পূর্ণ করার দাবি জানিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা।

ইবি বিভাগের নাম পরিবর্তন নিয়ে প্রধান ফটক আটকিয়ে আন্দোলন করেন জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট বিভাগের শিক্ষার্থীরা। ছবি: আজকের পত্রিকা

এ বিষয়ে জানতে চাইলে জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট বিভাগের সভাপতি বিপুল রায় বলেন, ‘শিক্ষার্থীদের দাবি, বিভাগের নাম পরিবর্তন করতে হবে। আমরা বিষয়টি নিয়ে প্রশাসনের সঙ্গে আলাপ আলোচনা করছি।’

জানতে চাইলে জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের ওয়াসিম বলেন, ‘বিভাগের বর্তমান নাম পরিবর্তন করা হলে জব মার্কেটে এবং বাইরে যাওয়ার ক্ষেত্রে বিভিন্ন সুযোগ-সুবিধা পাব। যেটা থেকে আমরা এখন বঞ্চিত হচ্ছি। বর্তমানে আমরা না পারছি জিওগ্রাফি সম্পর্কে ভালো জানতে, না পারছি এনভায়রনমেন্ট সম্পর্কে ভালো জানতে। তাই নতুন নামে আমরা সবাই যেতে চাচ্ছি।’

সরকারি কর্মচারীরা কাজ ফেলে সমাবেশে, হয়রানির শিকার সেবাপ্রার্থীরা

খুলনায় কালোবাজারে পাচারের জন্য মজুত ৬৯৭ বস্তা সরকারি চাল জব্দ

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে খুলনা-৩ আসনে বিএনপির প্রার্থীকে শোকজ

খুলনার রূপসায় মাছ ব্যবসায়ীকে দুর্বৃত্তদের গুলি, এলাকায় আতঙ্ক

পায়ে পাড়া দিয়ে কেউ যদি আশা করে আমরা চুপ থাকব, তা হবে না— খুলনায় জামায়াত আমির

খুলনায় ১৫ ককটেলসদৃশ বস্তু উদ্ধার

খুলনায় আসামি ধরতে গিয়ে হামলার শিকার র‍্যাব

প্যারোলে মুক্তি মেলেনি ছাত্রলীগ নেতার, কারাফটকে দেখলেন মৃত স্ত্রী-সন্তানের মুখ

‘মা-বোনদের রাজাকারদের হাত তুলে দিয়ে এখন ধর্মের দোহাই দিয়ে ভোট চাইছে’

অনুমতি ছাড়া বাংলাদেশ ছাড়ল রামপাল বিদ্যুৎকেন্দ্রের ৯ ভারতীয় কর্মকর্তা