হোম > সারা দেশ > খুলনা

মনিরামপুরে ট্রাকচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

মনিরামপুরে (যশোর) প্রতিনিধি

যশোরের মনিরামপুরে ট্রাকচাপায় দুই মোটরসাইকেলের আরোহী নিহত হয়েছেন। আজ বুধবার সন্ধ্যায় ঝিকরগাছা-মনিরামপুর সড়কের পট্টি জামে মসজিদের অদূরে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতেরা হলেন—উপজেলার মামুদকাটি গ্রামের মমিন হকের ছেলে নূর মোহাম্মদ (৪৫) ও রঘুনাথপুর গ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে সবুজ হোসেন (২৫)। 

নিহত নূর মোহাম্মদ পেশায় রাজমিস্ত্রি। সবুজ ঢাকায় একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করতেন। 

এদিকে দুর্ঘটনার পরপরই ট্রাক ফেলে পালিয়েছেন চালক। পরে স্থানীয়রা ট্রাকটি জব্দ করেছেন। 

প্রত্যক্ষদর্শী মুন্না বলেন, সন্ধ্যায় মোটরসাইকেল চালিয়ে দুজন ঝিকরগাছার দিকে যাচ্ছিলেন। তাঁরা পট্টি মসজিদ পার হতেই বিপরীত দিক থেকে দ্রুত গতিতে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে মোটরসাইকেলে থাকা দুজন রাস্তার ওপর ছিটকে পড়ে ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়। অপরজনকে উদ্ধার করে ঝিকরগাছা হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়েছে।

নিহত নূর মোহাম্মদের চাচাতো ভাই মশিয়ার রহমান বলেন, ‘সন্ধ্যায় নূর মোহাম্মদ ও সবুজ টেংরামারী বাজার থেকে মোটরসাইকেলে বের হন। কিছুক্ষণ পরে শুনি ট্রাক চাপায় দুজনই মারা গেছেন।’ 

মনিরামপুর থানার পরিদর্শক (তদন্ত) গাজী মাহবুবুর রহমান দুর্ঘটনার তথ্য নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে খেদাপাড়া ক্যাম্পের পুলিশ উপস্থিত আছেন।

খুলনা-৩ আসনে তিন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল, বৈধ ৯টি

হাড়কাঁপানো শীতে কাঁপছে জীবননগর, এক দিনেই তাপমাত্রা কমল ৪ ডিগ্রি

খুলনায় দেশীয় অস্ত্র, গুলি ও মাদকসহ গ্রেপ্তার ৫

খুবির প্রথম বর্ষের চার ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

খুলনায় সকাল থেকেই মনোনয়ন জমা দেওয়া শুরু

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনায় দুর্বৃত্তদের হামলায় দুই যুবক গুরুতর আহত

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: সহযোগীসহ শুটার ঢাকাইয়া শামীম গ্রেপ্তার

মাগুরা-২: রাজনীতি থেকে অবসরের ঘোষণা সাবেক এমপি কাজী সালিমুল হকের

খুলনায় মা হত্যায় ছেলে গ্রেপ্তার